
এইচএম মোকাদ্দেস, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের কামারখন্দে ব্যবসায়ী দ্বন্দ্বে ইউনিয়ন ছাত্রদলের সভাপতি রাজিবুল হাসানকে মারপিট করে গুরুতর আহত করা অভিযোগ ওঠেছে একই ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হায়দার আলীসহ তার সন্ত্রাসী বাহিনীর বিরুদ্ধে। ব্যবসায়ীক দ্বন্ধের জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে। আহত ছাত্রদল নেতাকে আহত অবস্থায় কামারখন্দ হাসপাতাল ভর্তি করা হয়েছে। এঘটনায় থানায় লিখিত অভিযোগ দিলেও পুলিশ এখনও কাউকে গ্রেফতার করেনি। অন্যদিকে, তুচ্ছ ঘটনার দ্বন্ধ নিয়ে বিএনপির নেতার মারপিটে ছাত্রদল নেতা আহত হওয়ায় নেতাকর্মীদের মধ্যে নানা ক্ষোভের সৃষ্টি হয়েছে। ছাত্রদলের নেতাকর্মীরা অবিলম্বে অভিযুক্ত বিএনপি নেতাকে দল থেকে বহিস্কারের দাবী জানিয়েছেন।
মামলার অভিযোগ সূত্রে জানা যায়, ব্যবসায়ীক ও পুর্ব শত্রুতার জের ধরে গত ১৬ জানুয়ারি সকালে ভদ্রঘাট ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক হায়দার আলীর নেতৃত্বে একদল সন্ত্রাসী রামদা ও লাঠি নিয়ে একই ইউনিয়নের ছাত্রদলের সভাপতি রাজিবুল হাসানের বাড়ীতে ঢুকে হায়দারসহ তার সন্ত্রাসী বাহিনী হামলা চালায় একং রাজিবুল ও তার ভাই নাহিদ পারভেজকে বেধড়ক মারপিট করে। হামলার সময় হায়দার আলীর দায়ের আঘাতে রাজিবুলের হাতের আঙ্গুল ও কপাল ফেটে যায়। এছাড়াও হামলাকালে রাজিবুলের বাড়ীতে থাকা নগদ ৭০ হাজার টাকাও লুট করে নিয়ে যায়।
আহত ছাত্রদল নেতা রাজিবুল হাসান জানান, হামলার ঘটনায় হায়দার আলী, রঞ্জু, সোহেল রানা ওরফে মনির, ইয়াছিন, জুয়েল, টুটুল ও রাকিবসহ ৮জনের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়েছে। কিন্তু পুলিশ এখনো মামলা রেকর্ড করেনি এমনকি কাউকে গ্রেফতারও করেনি।
এবিষয়ে ইউনিয়ন বিএনপি’র সাধারণ সম্পাদক হায়দার আলী শেখ জানান, হামলার ঘটনার সাথে আমি জড়িত নই। থানায় মিথ্যা অভিযোগ দেয়া হয়েছে।
কামারখন্দ থানার অফিসার ইনচার্জ ( ওসি) মোকলেসুর রহমান জানান, লিখিত অভিযোগের ভিত্তিতে তদন্ত চলছে। এছাড়াও রাজিবুলের মেডিকেল সার্টিকেটের জন্য হাসপাতালে আবেদন করা হয়েছে। সার্টিফিকেট হাতে পেলে ইনজুরি অনুযায়ী মামলা রেকর্ড করা হবে।