
মোঃ হোসেন আলী( ছোট্ট),সিরাজগঞ্জঃ বাংলাদেশ স্কাউটসের এর উদ্যোগে ১৯ থেকে ২৫ ফেব্রুয়ারি ২০২৫ সদর উপজেলার যমুনা নদীর পশ্চিম পাড়ে সমতলভূমি বেষ্টিত মনোরম প্রাকৃতিক পরিবেশ হার্ড পয়েন্ট সমাজ উন্নয়ন ক্যাম্প লক্ষে সিরাজগঞ্জে ৭ ম জাতীয় কমডেকায় ভেনুপরিদর্শন করেছেন বাংলাদেশ স্কাউটসের কর্মকর্তাগণ।
শনিবার ( ২৫ জানুয়ারি) সকালে বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-৩, হার্ড) পয়েন্ট ও কাওয়াকোলা ইউনিয়নের বড়ইতলী যমুনা তীরে রিসোর্টে কমডেকায় একটি চ্যালেন্জ হাইকিং- ক্যাম্প জায়গাঁ পরিদর্শন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, এর এডহক কমিটির সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ,জাতীয় সদর দফতর ( পরিচালাক প্রোগ্রাম ও প্রকল্প পরিচালক, প্রাথমিক বিদ্যালয়সমূহে কাব স্কাউটিং সম্প্রসারণ প্রকল্প (৪র্থ পর্যায়) মোসাঃ মাহফুজা পারভীন,মো: সায়েদ বাসিত- যুগ্ম-আহ্বায়ক সমাজ উন্নয়ন ও স্বাস্থ্য, রাকিব হাসান শিপু – যুগ্ম-আহবায়ক প্রোগ্রাম, প্রোগ্রাম বিভাগের সহকারী পরিচালক মোহাম্মদ আবু সাঈদ, বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ ও পাবনা জেলার সহকারী পরিচালক মো: জামাল উদ্দীন সহকারী পরিচালক সাধারণ সেবা ও আইসিটি মো: লিয়াকত হোসেন, সহকারী পরিচালক জাতীয় স্কাউটস প্রশিক্ষণ কেন্দ্র মৌচাক- মো: নাসির উদ্দিন।