
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে-২০২৫ খ্রিঃ এ বেলকুচি উপজেলা ও উল্লাপাড়া উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। এ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালিকা (অনূর্ধ্ব-১৭) ও বালক (অনূর্ধ্ব-১৭) এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়। খেলায় উল্লাপাড়া উপজেলা বালিকা (অনূর্ধ্ব-১৭) দল শাহজাদপুর উপজেলা (অনূর্ধ্ব-১৭) বালিকা দলকে টাইব্রেকারে ৩-১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। অপরদিকে বেলকুচি উপজেলা (অনূর্ধ্ব-১৭) বালক দল ১-০ গোলে উল্লাপাড়া উপজেলাকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।খেলা শেষে প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
শনিবার (২৫ জানুয়ারি) বিকাল ৩ টায় সিরাজগঞ্জের শহীদ শামসুদ্দীন স্টেডিয়াম মাঠে উক্ত ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও সিরাজগঞ্জ পৌরসভার প্রশাসক মোঃ কামরুল ইসলাম। এ ফাইনাল খেলার সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ জেলার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) গণপতি রায়।
এসময় আরও উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী, শাহজাদপুর উপজেলার উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনর রশীদ খান হাসান, সাবেক ফুটবল খেলোয়াড় এ.কে.এম ফরিদুজ্জাম স্ট্যালিন।
খেলা পরিচালনা করেন রেজাউল করিম খোকন, হাফিজুল ইসলাম, আবু হানিফ ও মোখলেছুর রহমান। খেলার ধারাবিবরণী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান উপস্থাপনা করেন গজাইল অনার্স কলেজের প্রভাষক ও ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ। এ ফাইনাল খেলায় অংশ গ্রহণকারী উপজেলা প্রশাসনের কর্মকর্তা, কর্মচারী, স্কুল – কলেজের শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী, প্রতিযোগি বিভিন্ন দলের খেলোয়াড়, ক্রীড়াবিদ এবং দর্শকেরা এ খেলা উপভোগ করে।