আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বাংলাদেশের প্রয়াত রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৮৯তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে সিরাজগঞ্জ জেলা বিএনপির যুগ্ন-সাধারণ সম্পাদক ও রজব আলী মেমোরিয়াল বিজ্ঞান ডিগ্রি কলেজের সভাপতি নূর কায়েম সবুজ এর উদ্যোগে পাঁচ শতাধিক শীতার্ত গরীব অসহায় ও দুঃস্থ মানুষের মাঝে কম্বল বিতরণ করা হয়।
রবিবার (২৬ জানুয়ারি) সকালে সিরাজগঞ্জ শহরের সয়াধানগড়া কেন্দ্রীয় ঈদগাহ মাঠে এই কম্বল বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম রূপ, জেলা বিএনপির সহ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শামছুল আলম, পৌর বিএনপির সহ-সভাপতি রেজাউল করিম জোয়াদ্দার, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার শিপু, জেলা যুবদলের সাংগঠনিক সম্পাদক এস এম আব্দুল আলিম এবং জেলা যুবদলের প্রচার সম্পাদক রবিউল ইসলাম রবি।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন ২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মোঃ ডাবলু। এসময়ে ব্রাইট হাসপাতালের পরিচালক মামুন খান, হালিম, সিয়ামসহ ছাত্রদল, যুবদল ও বিএনপির স্থানীয় নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
শীতার্ত মানুষেরা কম্বল উপহার পেয়ে খুশি হয়ে বাড়ি ফিরছেন।