আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
"এসো দেশ বদলাই, পৃথিবী বদলাই" এই প্রতিপাদ্য সামনে রেখে তারুণ্যের উৎসব-২০২৫ খ্রিঃ উপলক্ষ্যে আন্তঃকলেজ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনাল খেলায় সিরাজগঞ্জ সরকারি কলেজ'কে টাইব্রেকারে হারিয়ে বেলকুচি সরকারি কলেজ ফাইনালে উন্নীত হয়েছে।
প্রধান উপদেষ্টার কার্যালয়ের সার্বিক তত্ত্বাবধানে, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আয়োজনে,জেলা প্রশাসন সিরাজগঞ্জ ও জেলা ক্রীড়া অফিস, সিরাজগঞ্জের বাস্তবায়নে,
মঙ্গলবার (২৮ জানুয়ারি) বিকেল সাড়ে তিনটায় সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দীন স্টেডিয়াম মাঠে সেমি ফাইনাল খেলায় নির্ধারিত সময়ে খেলাটি ১-১ গোলে সমতা থাকায় টাইব্রেকারের মাধ্যমে খেলা শেষ হয়। টাইব্রেকারে বেলকুচি সরকারি কলেজে ৫-৪ গোলের ব্যবধানে সিরাজগঞ্জ সরকারি কলেজকে পরাজিত করে।
এসময় সিরাজগঞ্জ জেলা ক্রীড়া অফিসার মোঃ নূরে এলাহী, জেলা বিএনপির সহ-সভাপতি খ.ম. রকিবুল হাসান রতন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুনর রশীদ খান হাসান, সাবেক কৃতি ফুটবলার এ.কে.এম ফরিদুজ্জামান স্ট্যালিন, সিরাজগঞ্জ সরকারি কলেজের শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর মোঃ শরীফ-উস-সাঈদ, সহযোগী অধ্যাপক জহিরুল ইসলাম বাবু, সহযোগী অধ্যাপক শফিকুল ইসলাম তালুকদারসহ সিরাজগঞ্জ সরকারি কলেজের অন্যান্য শিক্ষকগণ উপস্থিত ছিলেন ।
খেলা পরিচালনা করেন,সাবেক কৃতি ফুটবলার মোঃ রেজাউল করিম খোকন, আবু হানিফ ও মোখলেসুর রহমান।
খেলার ধারাবিবরণী করেন, গজাইল অনার্স কলেজের প্রভাষক ও ধারাভাষ্যকার মোঃ আব্দুল্লাহ আল মাহমুদ।
জানা যায় যে, আগামী ৩০ জানুয়ারি-২০২৫ খ্রীঃ বৃহস্পতিবার শহিদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে। উক্ত খেলা হবে বেলকুচি সরকারি কলেজ বনাম কাজিপুর আফজাল হোসেন মেমোরিয়াল ডিগ্রি কলেজ সিরাজগঞ্জ।