আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে বিশেষ অভিযান চালিয়ে ১২ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
মঙ্গলবার (২৮ জানুয়ারি) ভোর রাতে সদর উপজেলার শিয়ালকোল বাজারের আমতলা মোড় থেকে তাকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তি পাবনার ফরিদপুর থানার উত্তর থানাপাড়া গ্রামের মুন্নাফ আলীর ছেলে মো. হোসেন আলী (৪০)। জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ মো. একরামুল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শিয়ালকোল বাজার এলাকায় অভিযান চালানো হয়। এ সময় হোসেন আলীর কাছে থাকা ১২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, আটককৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।