আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ পৌর শহরের ঐতিহ্যবাহী সুনামখ্যাত বনোয়ারি লাল সরকারি উচ্চ বিদ্যালয়ে নবীন বরণ ও পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বনোয়ারী লাল সরকারি উচ্চ বিদ্যালয়ের আয়োজনে,
বুধবার (২৯ জানুয়ারি) সকাল সাড়ে ৯ টায় হতে দিনব্যাপী অত্র বিদ্যালয়ের মাঠে উক্ত অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোঃ আব্দুছ ছালাম খাঁন এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সরকারি কলেজ সুযোগ্য অধ্যক্ষ প্রফেসর মোঃ আমিনুল ইসলাম।
নবীন বরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন, অত্র স্কুলের সহকারী শিক্ষক মোঃ আব্দুস ছালাম প্রামাণিক , মেহেদী হাসান, আবু হাশেম।এবং দায়িত্ব ছিলেন, সহকারী শিক্ষক মোঃ জহুরুল ইসলাম সহ অন্যান্যরা।
অনুষ্ঠানে মনোমুগ্ধকর সংগীত পরিবেশন করেন, শিক্ষকদের মধ্যে সহকারী প্রধান শিক্ষক (দিবাশাখা) মহসীন নূরী, মেহেদী হাসান, সাইফুল ইসলাম, অভিভাবক সদস্যদের মধ্যে জান্নাতুল ফেরদৌস, শিক্ষার্থীদের মধ্যে অনিন্দ্য, রফি আব্দুল্লাহ, রুদ্রনীল সরকার, তাহমিদ, সাম্য, ফারহান, পার্থ প্রতিম, রামিম আযাদ, সপ্তক সাহা, তৌফিক নূর অর্থ, অরিজিৎ চক্রবর্তী, স্বচ্ছ, লিজান তরফদার, শঙ্খদীপরায় শীষ, আদিত্য দাস এবং কবিতা আবৃত্তি করে, নাসিকুর রহমান, সূর্যদাস,শাদমান সাকিব সাদ সহ অন্যান্যরা।
এ অনুষ্ঠানে স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা, কর্মচারী, শিক্ষার্থীরা সহ আমন্ত্রিত অভিভাবক স্থানীয় শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও দর্শকরা উপস্থিত ছিলেন ।