
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জে উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতার বিজয়ীদের সনদপত্র বিতরণ করা হয়। ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জ সদর উপজেলার আয়োজনে
,
বৃহস্পতিবার (৩০জানুয়ারি) দুপুর আড়াই টায় জেলা মডেল মসজিদে উক্ত উপজেলা পর্যায়ে জাতীয় হিফজুল কুরআন প্রতিযোগিতার সনদপত্র বিতরণ অনুষ্ঠানে ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহমেদ এঁর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলা নির্বাহী অফিসার মোঃ মনোয়ার হেসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর উপজেলার সুযোগ্য কৃষি অফিসার কৃষিবিদ মোঃ আনোয়ার সাদাত।
এসময়ে অনুষ্ঠানে বিচারক, ইমাম-মুয়াজ্জিন ও প্রতিযোগিতায় অংশ গ্রহণকারী প্রতিযোগিতা শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।