
নজরুল ইসলাম, সিরাজগঞ্জ:
যমুনা সেতু পশ্চিমপাড় মহাসড়কের সিরাজগঞ্জ সদর উপজেলার মুলীবাড়ীতে বাসচাপায় ভ্যানযাত্রী স্বামী-স্ত্রীসহ একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এ ঘটনায় ভ্যানচালকসহ আহত হয়েছেন আরও তিনজন।
শুক্রবার (৩১ জানুয়ারি) সন্ধ্যার পর বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কে সদর উপজেলার মুলিবাড়ী চেকপোস্ট এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের পূর্ব বাঐতারা গ্রামের গোলাম মোস্তফার ছেলে শফিকুল ইসলাম (৩৫), তাঁর স্ত্রী সুমনা খাতুন (৩০), ও শফিকুল ইসলামের ছোট বোন লাকি খাতুন (২৫)। নিহত শফিকুল ইসলাম গত দুই সপ্তাহ হলো গ্রিস থেকে নিজ দেশে এসেছেন। আহতরা হলেন জুবায়ের হোসেন, রঙ্গিলা খাতুন, নুর ইসলাম ও শিশু রাইছা মনি।
এ বিষয়ে যমুনা সেতু পশ্চিমপাড় থানার ওসি আনোয়ার হোসেন বলেন, ‘সন্ধ্যার পর মুলিবাড়ী ওভারব্রিজের কাছে ৬ জন যাত্রীসহ একটি অটোভ্যান মহাসড়ক পার হচ্ছিল। এ সময় একটি বাস অটোভ্যানটিকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও একজন মারা যান।
সিরাজগঞ্জ সদর হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডাঃ ফয়সাল আহমেদ বলেন, হাসপাতালে আনার আগেই দুর্ঘটনায় তাঁদের মৃত্যু হয়েছে। আহত চারজনকে হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।