সোহান সেখ:
সিরাজগঞ্জ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য হিসেবে মনোনীত হওয়ায় শিয়ালকোল ইউনিয়ন ও উল্লাপাড়া সদর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের পক্ষ থেকে নূর কায়েম সবুজকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
আজ সোমবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১১টায় সয়াধানগড়া নিজ অফিসে নেতাকর্মীরা তাকে শুভেচ্ছা জানান এবং তার নতুন দায়িত্ব পালনে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন। এ সময় উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপি ও উল্লাপাড়া সদর ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।
নেতাকর্মীদের ভালোবাসায় অভিভূত নূর কায়েম সবুজ বলেন, দল যে আমার ওপর আস্থা রেখেছে, তা আমি আন্তরিকভাবে মূল্যায়ন করি। নেতাকর্মীদের স্বার্থ রক্ষায় ও সংগঠনের শক্তিশালী ভূমিকা রাখার জন্য আমি সর্বোচ্চ চেষ্টা করব।
সিরাজগঞ্জ সদর উপজেলা বিএনপি ও উল্লাপাড়া সদর ইউনিয়ন বিএনপির নেতারা আশাবাদ ব্যক্ত করেন যে, নূর কায়েম সবুজের নেতৃত্বে দল আরও সুসংগঠিত হবে এবং তিনি সম্মেলন প্রস্তুতি কমিটিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।