নিজস্ব প্রতিবেদকঃ
বিয়ের প্রলোভন দেখিয়ে প্রেম-ভালোবাসা অতঃপর তা গড়ায় দৈহিক সম্পর্কে। প্রেমিক বিয়ে না করায় সুপ্রীতি সূত্রধর নামের এক তরুণী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। এ ঘটনায় প্রেমিক উৎসব কুমার কুন্ডু (২২) কে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার (০৪ ফেব্রুয়ারী ২০২৫) গভীর রাতে সিরাজগঞ্জ পৌর শহরের মুক্তার পাড়া সিরাজী রোডে অবস্থিত গোপাল কুন্ডু বাড়ীতে এ ঘটনা ঘটে। নিহত সুপ্রীতি সূত্রধর পৌর শহরের বাবুল কুমার সূত্রধরের মেয়ে।
আত্মহত্যার ঘটনাটি নিশ্চিত করেছেন সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির।
ঘটনা সূত্রে জানা যায়, সুপ্রীতি সূত্রধরের সাথে একই বিল্ডিং এর নিচ তলার ভাড়াটিয়া দুলাল কুন্ডুর ছেলে, উৎসব কুমার কুন্ডু (২২) এর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। মেয়েটি বিবাহের জন্য ছেলে ও ছেলের অভিবাবকদের বিভিন্ন সময়ে অনুরোধ করে ব্যর্থ হয়। সর্বশেষ গতকাল মঙ্গলবার রাত ১১ টার দিকে তরুণী সুপ্রীতি পুনরায় ছেলে পক্ষের সঙ্গে তার বিবাহের প্রস্তাব প্রত্যাখ্যাত হওয়ায় তার পরিবারের অগোচরে অভিমান করে লোকলজ্জার ভয়েই নিজের শয়নকক্ষের সিলিং ফ্যানের সঙ্গে ওরনা পেঁচিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে।
বিষয়টি স্থানীয় লোকজন জানতে পেয়ে এলাকাবাসী ছেলের ভাড়া ফ্ল্যাটে এসে জানালা দরজা ভাংচুর করে।
সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি হুমায়ুন কবির বলেন, সদর থানার পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদের জন্য ছেলেকে আটক করে থানায় আনা হয়েছে। নিহত লাশ ময়না তদন্তের জন্য মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।