আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
বাংলাদেশর সংখ্যাগরিষ্ঠ কৃষক জনগোষ্ঠীকে সংগঠিত করার লক্ষ্যে সারা দেশে ৩ মাস ব্যাপি ইউনিয়ন পর্যায়ে কৃষক সমাবেশের অংশ হিসেবে সিরাজগঞ্জ সদর উপজেলার ১০নং সয়দাবাদ ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়।
শুক্রবার (৭ফেব্রুয়ারী) বিকেলে সয়দাবাদ হাইস্কুল মাঠ প্রাঙ্গণে উক্ত কৃষক সমাবেশের প্রধান অতিথি হিসেবে বক্তব্যে রাখেন , কেন্দ্রীয় বিএনপি'র নির্বাহী কমিটির সদস্য, জেলা বিএনপি'র সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু। এ কৃষক সমাবেশের সভাপতিত্ব করেন, সয়দাবাদ ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি মোঃ সাহেব আলী এবং সাধারণ সম্পাদক মোঃ সোহেল রানা'র সঞ্চালনায়
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির দপ্তর সম্পাদক তানভীর মাহমুদ পলাশ, জেলা জাতীয়তাবাদী কৃষক দলের আহবায়ক মোঃ মতিয়ার রহমান মতি, যুগ্ন-আহবায়ক মোঃ হযরত আলী, সদস্য রসুম নেওয়াজ তুহিন, থানা কৃষক দলের সাধারণ সম্পাদক শাহরিয়ার হোসেন সবুজ, যুগ্ন-সম্পাদক বিশা শেখ, সাংগঠনিক সম্পাদক আব্দুর রশিদ প্রমুখ।
এসময়ে ইউনিয়ন জাতীয়তাবাদী কৃষকদলের অন্যান্য নেতৃবৃন্দ, সদস্য, সাধারণ কৃষকেরা উপস্থিত ছিলেন।