মোঃ হোসেন আলী (ছোট্ট)ঃ
সিরাজগঞ্জ কালেক্টরেটস্কুল এন্ড কলেজের গনিত বিভাগের শিক্ষকের চাকুরী বহাল রাখার দাবীতে শিক্ষার্থীদের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে।
জানা যায় ২ জানুয়ারি-২০২৫ অত্র শিক্ষা প্রতিষ্ঠানে গণিত বিভাগের ইংরেজি ভার্সনের প্রভাষক আল মামুন উর রশিদকে
শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে চাকরিচ্যুত করা হয়। এই সংবাদটি ছড়িয়ে পড়ায় শিক্ষক -শিক্ষিকা, অভিভাবক ও শিক্ষার্থীদের
মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরে কালেক্টরেট স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীরা বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করে। বিক্ষুব্ধ শিক্ষার্থীরা প্রভাষক আল মামুন উর রশিদকে স্ব-পদে বহাল রাখার দাবী জানান।
বিক্ষুব্ধ
শিক্ষার্থীরা জানায় যে, প্রতিষ্ঠানের উপাধ্যক্ষ নুসরাত জাহান নিশার বিভিন্ন অনিয়ম ও স্বজনপ্রীতির বিরুদ্ধে প্রতিবাদী হওয়ার কারণে তাকে চাকরিচ্যুত করা হয়। নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক শিক্ষক দাবী করেন যে আল মামুন উর রশিদ সৎ,যোগ্য একজন ভালো শিক্ষক।
মূলত একটি মিটিংয়ে খুবই তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে পরিকল্পিত ভাবে তাকে চাকরিচ্যুত করা হয়। মিছিলে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা দাবী করে উপাধ্যক্ষ নানা ভাবে ভয় দেখায়। এবং সরকার প্রদত্ত বোর্ড বই দিতে অস্বীকৃতি জানান পরবর্তী ছাত্র প্রতিনিধি /সমন্বয়কদের কথায় পরে তিনি বই দিতে বাধ্য হন।