সোহান সেখ :
সিরাজগঞ্জ সদর উপজেলার বহুলীতে জমি-সংক্রান্ত বিরোধের জেরে এক পরিবারের ওপর হামলা, মিথ্যা মামলা দিয়ে হয়রানি ও হুমকি-ধমকির প্রতিবাদে এবং নিরাপত্তার দাবিতে সংবাদ সম্মেলন ও মানববন্ধন করেছেন ভুক্তভোগী পরিবার।
শনিবার (৮ ফেব্রুয়ারি) দুপুর ৩টার দিকে ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর আয়োজনে কদমপাল এলাকায় সংবাদ সম্মেলন ও মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এ সময় ভুক্তভোগী পরিবার অভিযোগ করেন, গাজী আলতাফ হোসেন ও তাঁর পুত্র জাহিদ হাসান গং ৩ ডেসিম্যাল জমি ক্রয় করতে না পেরে দীর্ঘদিন ধরে শত্রুতা করে আসছেন। চলতি বছরের ১৮ জানুয়ারি রাত সাড়ে ১১টায় জাহিদ হাসান গংয়ের মনোহারি দোকানে কে বা কারা আগুন লাগিয়ে দেয়, এতে প্রায় ৫ লাখ টাকার ক্ষতি হয়। সেই ক্ষতির অজুহাতে মিথ্যা মামলা দিয়ে হয়রানি, গৃহিণীদের মারধর, পরিবারকে গুম করে হত্যার হুমকিসহ নানান ভয়ভীতি প্রদর্শন করছেন জাহিদ হাসান ও তাঁর পরিবার।
এনিয়ে জমিদাতা সুজাব আলী, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল জলিলসহ ভুক্তভোগীর পরিবার ও আত্মীয় স্বজনের নামে মিথ্যা মামলা দিয়ে হয়রানী করার অভিযোগ করে ভুক্তভোগী জাহাঙ্গীর আলম বলেন, ২মাস পূর্বে বাড়ীর সামনে যাতায়াতের সুবিধার জন্য ৬লাখ টাকা দিয়ে ৩ ডেসিম্যাল জায়গা ক্রয় করি। কেনার পর সেই ফেরত নেওয়ার জন্য উঠে পড়ে লাগে। সম্প্রতি আগুনে পুড়ে দোকান ক্ষতিতে মিথ্যা মামলায় আমাদের অভিযুক্ত করা হয়েছে।
বিষয়টি নিয়ে গ্রামের ইউপি সদস্য বাবু, ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি ফিরোজ সাহেবসহ সকল পর্যায়ে মুরুব্বীদের নিয়ে দফায় দফায় বৈঠক বসলেও জাহিদ হাসান গং কাউকে তোয়াক্কা করছে না। পরে এলাকাবাসীর কাছ থেকে জানতে পেরেছি জাহিদ গং পরিকল্পিতভাবে তারাই আগুনে পুড়ে আমাদেরকে হেয়পন্ন করার চেষ্টা করছে। বাড়িঘরসহ জায়গা তাদের কাছে বিক্রি করে অন্যত্র চলে যেতে বলছে। তাদের দেওয়া মামলা সম্পূর্ণ মিথ্যা সাজানো এবং বানোয়াট। জাহিদ হাসান গংদের অত্যাচার ও হয়রানি থেকে মুক্তি চেয়ে প্রকৃত ঘটনা তুলে ধরে অপরাধীদের জনসম্মুখে শাস্তির দাবী করেন ভুক্তভোগীর পরিবার।
এ মানববন্ধনে ইউপি সদস্য বাবু শেখ, অবসরপ্রাপ্ত পুলিশ কর্মকর্তা আব্দুল জলিল, জমিদাতা সুজাব আলী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।