মোঃ জাহাঙ্গীর আলম,শাহজাদপুর উপজেলা প্রতিনিধিঃ
দরিদ্র রিকশা চালকের মেয়ে মেধাবী শিক্ষার্থী চাঁদনী খাতুনকে আর্থিক সহযোগিতা প্রদান করলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
রবিবার (৯ই ফেব্রুয়ারি) দুপুরে সিরাজগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের নিজস্ব কক্ষে আর্থিক সহযোগিতার ২০ হাজার টাকার চেক তুলে দেয়া দেন।
এসময় উপস্থিত ছিলেন, শাহজাদপুর উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, চাঁদনীর বাবা মোঃ চাঁদ আলী, মা , সময়ের কন্ঠস্বর শাহজাদপুর উপজেলা প্রতিনিধি ও শাহজাদপুর সাংবাদিক ফোরামের সভাপতি রাজিব আহমেদ রাসেল, সাধারণ সম্পাদক তাহসিন নূরী খোকন, সহ-সভাপতি আব্দুল্লাহ মাহমুদ, কোষাধ্যক্ষ সেলিম তালুকদার মো জাহাঙ্গীর আলমও হিরু খন্দকার প্রমুখ।
এসময় সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম দরিদ্র রিকশা চালকের মেয়ে চাঁদনীর মেধার ভূয়সি প্রশংসা করে বলেন, সে দারিদ্র্যতার মাঝেও কষ্ট করে লেখাপড়ার মাধ্যমে ফরিদপুর মেডিকেলে চান্স পাওয়ার খবর দেখে আমি অনেক আনন্দিত হয়েছি। তার এই সাফল্য সমাজে অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে।
উল্লেখ্য, গত ১লা ফেব্রুয়ারি জনপ্রিয় সংবাদ মাধ্যম সময়ের কন্ঠস্বর ও দৈনিক সিরাজগঞ্জ সংবাদ পত্রিকায় "শাহজাদপুরে রিকশা চালকের মেয়ের মেডিকেলে পড়ার স্বপ্ন পূরণ" শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সেখানে উল্লেখ করা হয় দরিদ্র রিকশা চালকের মেয়ে চাঁদনী কষ্ট করে মেডিকেলে ভর্তি পরিক্ষায় উত্তীর্ণ হলেও অর্থাভাবে মেডিকেল কলেজে ভর্তি অনিশ্চিত হয়ে পড়েছে।
সংবাদটি দেখে বিভিন্ন ব্যক্তি ও সংগঠনের পক্ষ থেকে চাঁদনীর লেখাপড়ার সহযোগিতার প্রদানের আগ্রহের কথা সময়ের কন্ঠস্বর শাহজাদপুর উপজেলা প্রতিনিধি রাজিব আহমেদ রাসেলের সাথে যোগাযোগ করে জানায়।
গত ৩রা ফেব্রুয়ারি পারি ফাউন্ডেশনের দপ্তর সম্পাদক সাজিদ মুন চাঁদনী খাতুনের বাড়িতে উপস্থিত হয়ে তার হাতে ভর্তির টাকা হস্তান্তর করে মেডিকেলে লেখাপড়ার সকল দায়িত্ব বহনের কথা জানায়।
এই বিষয়ে মেধাবী শিক্ষার্থী চাঁদনী খাতুন বলেন, সিরাজগঞ্জ জেলা প্রশাসক মহোদয় আজ আমাকে যে সন্মান দিয়েছেন তাতে আমি অনেক আনন্দিত ও কৃতজ্ঞ। তার অনুপ্রেরণায় আমার লেখাপড়ার আগ্রহ অনেক বেড়ে গেছে। চিকিৎসক হয়ে আমি দরিদ্র ও অসহায় মানুষকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান করবো।