
মোঃ হোসেন আলী ( ছোট্ট) সিরাজগঞ্জে ৫৩ তম, বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শীতকালীন ক্রীড়া প্রতিযোগিতা ২০২৫ এ জাহান আরা উচ্চ বিদ্যালয় খেলায় চ্যাম্পিয়ন হয়েছে।
সোমবার ( ১০ ফেব্রুয়ারী) বিকেলে শহিদ শামসুদ্দিন স্টেডিয়ামে জেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি, সিরাজগঞ্জের আয়োজনে ৫৩ তম, শীতকালীন ক্রিকেট প্রতিযোগিতায় ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার ( দায়িত্ব প্রাপ্ত) মোঃ আফসার আলী।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি তুলেদেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক গনপতিরায় বলেন, তরুণেরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগড়। জুলাইয়ের গণঅভ্যুত্থানে তরুণদের আত্মত্যাগ নতুন বাংলাদেশ গড়ার সুযোগ তৈরি করেছে। আমাদের শিশু-কিশোর ও যুব সমাজ অত্যন্ত মেধাবী এবং আমরা এই মেধা বিকাশের সুযোগই করে দিতে চাই। সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক এবং দুর্নীতি থেকে তাদের দূরে রেখে উপযুক্ত নাগরিক হিসেবে গড়ে তুলতে চাই। খেলাধুলার মাধ্যমে ব্যক্তি জীবন গঠন করার সুযোগ রয়েছে। তোমাদের পড়াশোনায় মনোযোগ দিতে হবে। তোমাদের সামনে সুন্দর ভবিষ্যত পড়ে রয়েছে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ( শিক্ষা ও আইসিটি) রোজিনা আক্তার। জেলা সাবেক শিক্ষা অফিসার মোঃ রেজাউল করিম,
এসময়ে উপস্থিত ছিলেন জাহান আরা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সরকার ছানোয়ার হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ জহুরুল ইসলাম সহ আরো অন্যন্য শিক্ষক / শিক্ষিকা ও প্রিন্ট মিডিয়া সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন। উল্লেখ্য ঃ খেলায় ধোপাকান্দি সরকারি বালক উচ্চ বিদ্যালয় কে ৭ উইকেটে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে
সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ জাহান আরা উচ্চ বিদ্যালয়। আগামী ১৭ ফেব্রুয়ারী রাজশাহী উপ আঞ্চলিক স্কুল মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতি প্রতিযোগিতায় জয় পুর হাট বনাম সিরাজগঞ্জ জেলার পক্ষ থেকে জাহান আরা উচ্চ বিদ্যালয় অংশগ্রহণ করবেন।