আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ কাজিপুর উপজেলার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ সুনামখ্যাত রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজে উপজেলার ২০ টি শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও শিক্ষকদের নিয়ে বিজ্ঞান ও ব্যবসায় শিক্ষা শাখায় ছাত্র-ছাত্রীদেরকে লেখাপড়ায় উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজ টেংলাহাটা কাজিপুরের আয়োজনে,
সোমবার (১০ফেব্রুয়ারী) সকাল ১১টায় রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রি কলেজের শিক্ষক মিলনায়তনে, অত্র কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) এস.এম. ছাইদুল ইসলাম এর সভাপতিত্বে এবং প্রভাষক জি.এম. শাওনের সঞ্চালনায় মতবিনিময় সভায় মূলবিষয়বস্তু উপস্থাপন করেন, ভূগোল বিভাগের সহকারী অধ্যাপক আব্দুল মোমিন।
এসময়ে বক্তব্য রাখেন, রফাতুল্লাহ ইফাজ উদ্দিন মেমোরিয়াল ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদ সদস্য শেখ মোঃ গিয়াস উদ্দিন , রাণী দীনমনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষুদিরাম কুমার, তারাকান্দি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) গোলাম রব্বানী, গান্ধাইল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শফিকুল ইসলাম, বাংলা বাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) মোঃ ওবায়দুর আল- আমিন, টেংলাহাটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ মোকতাল হোসেন, কুড়ালিয়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দীপক কুমার, গান্ধাইল রঃ ইঃ আঃ আঃ উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোঃ আনিসুর রহমান এছাড়াও শিক্ষক মোঃ হারুন অর রশিদ ,আমিন খান প্রমুখ।
এসময়ে ২০ স্কুল ও মাদ্রাসার প্রধান শিক্ষক, সুপার ও সহকারী শিক্ষক বৃন্দ উপস্থিত ছিলেন ।
বক্তারা উদ্বুদ্ধকরণে মতবিনিময় সভায় বলেন, করোনা পরবর্তী সময়ে শিক্ষার মান ক্রমশ হ্রাস এবং শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র-ছাত্রীদের উপস্থিতি কমেছে। বিশেষ করে বিজ্ঞান শাখার শিক্ষার্থীদের সংখ্যা বাড়লেও শিক্ষার মান বর্তমানে তলানিতে অবস্থান করছে এবং ব্যবসায় শিক্ষার প্রতি ছাত্রদের আগ্রহ দিন দিন কমে যাচ্ছে। এজন্য অভিভাবকদের সচেতন হওয়ার পাশাপাশি সামাজিক ভাবে সচেতন হতে হবে। পাশাপাশি মোবাইলে আসক্ততা ও মাদকের বিরুদ্ধে সোচ্চার আহবান জানান।