
আজিজুর রহমান মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে পতিত ফ্যাসিবাদের নানা চক্রান্তের অপচেষ্টা মোকাবেলাসহ বিভিন্ন জনদাবিতে জেলা বিএনপির আয়োজনে সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১২ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে সিরাজগঞ্জ ইসলামিয়া সরকারি কলেজ মাঠে সমাবেশে সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সভাপতি রুমানা মাহমুদের সভাপতিত্বে ও সিরাজগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর সঞ্চালনায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা বিএনপি’র সম্মেলন প্রস্তুতি কমিটির আহ্বায়ক আমিরুল ইসলাম খান আলিম।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটি সদস্য নজরুল ইসলাম খান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন-স্বৈরাচার শেখ হাসিনা পতনের মধ্য দিয়ে বাংলাদেশে বহুদলীয় গণতন্ত্র ফিরে এসেছে বলে মন্তব্য করেন।
তিনি আরও বলেন ,নিত্য প্রয়োজনীয় পণ্যের মূল্যবৃদ্ধি সহনীয় পর্যায়ে রাখার দাবি ও অবনতিশীল আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতিসহ নির্বাচনী রোডম্যাপ ঘোষণার দাবিতে কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী বিএনপি’র সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি আরো বলেন, যুগ যুগ ধরে বাংলাদেশের মানুষ জীবন দিয়েছে পরিবর্তনের জন্য। কিন্তু বারবার স্বৈরাচারীদের উজ্জীবিত করা হয়েছে। ১৯৭১ সালে আমাদের দেশে লাখো মানুষ জীবন দিয়েছে। শুধুমাত্র গণতন্ত্রের জন্য অনেক মা বাবা তাদের সন্তানকে হারিয়েছেন। ১৯৭৫ সালের জানুয়ারিতে আইন করে দেশে একদলীয় স্বৈরাচারী শাসন কায়েম করেছিল। যে কারণে বাংলাদেশের মানুষ খুব কষ্ট পেয়েছে। যার প্রেক্ষিতে বাংলাদেশের জনগণ স্বৈরাচার শেখ হাসিনাকে জুলাইয়ের আন্দোলনে শেখ হাসিনারে পতন ঘটিয়ে দেশছাড়া করেছে। নতুন করে এদেশে আর অরাজকতা করার চেষ্টা না করার জন্য আওয়ামী লীগের সকল সদস্যদের হুঁশিয়ারি প্রদান করেন।
এসময় আরো উপস্থিত ছিলেন, সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য এ্যাডভোকেট সিমকী ইমাম খান, জেলা বিএনপির উপদেষ্টা ডক্টর এম. এ. মুহিত, জেলা বিএনপির সহ-সভাপতি মো. মজিবর রহমান লেবু, মো. মকবুল হোসেন চৌধুরী, নাজমুল হাসান তালুকদার রানা, সাবেক ভিপি অমর কৃষ্ণ দাস, অ্যাডভোকেট বীরমুক্তিযোদ্ধা আব্দুল আজিজ সরকার, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক সাবেক ভিপি শামীম খান, যুগ্ম সাধারণ সম্পাদক নুর কায়েম সবুজ ও জাসাস কেন্দ্রীয় কমিটির সিনিয়র যুগ্ম সম্পাদক কণ্ঠশিল্পী রুমানা মোরশেদ কনকচাঁপাসহ বিএনপি ও তার সহযোগী অঙ্গ সংগঠনের ১৮টি ইউনিটের অন্যান্য নেতৃবৃন্দ।