ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ :
ক্রীড়াই শক্তি ক্রীড়াই বল " এই প্রতিপাদ্য শ্লোগানকে সামনে রেখে সিরাজগঞ্জের ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ কালিয়া কান্দাপাড়া স্কুল এন্ড কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বুধবার (১২ ফেব্রুয়ারি) সকাল ১০ ঘটিকায় কালিয়া কান্দাপাড়া স্কুল এন্ড কলেজের মাঠে এই অনুষ্ঠানে অধ্যক্ষ মোঃ বদরুল আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মনোয়ার হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলা শিক্ষা অফিসার (অতিরিক্ত দায়িত্ব) মোঃ আফছার আলী ও সদর উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এলিজা সুলতানা।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠ, জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, মশাল পরিক্পারমা, ফেস্টুন ও বেলুন উড়িয়ে অনুষ্ঠানের শুভ উদ্বোধন করলেন সিরাজগঞ্জ সদর উপজেলা নিবার্হী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ মনোয়ার হোসেন।
পৃষ্ঠপোষকতায় ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব বরহান উদ্দিন তালুকদার ও আলহাজ্ব আলতাব হোসেন শেখ।
এসময় আরো উপস্থিত ছিলেন, ম্যানেজিং কমিটির সদস্য মোঃ আব্দুস সালাম, আলহাজ্ব আমিনুল ইসলাম সেখ, মোঃ সবুজ মন্ডল, আলহাজ্ব আব্দুল কাদের শেখ, প্রভাষক মোছাঃ নাছিমা খাতুন, মোছাঃ রুবি খাতুন, মুক্তারানী দাস, মোঃ আলম হোসেন, সহকারী প্রধান শিক্ষক মোঃ আব্দুল মান্নান, সহকারী শিক্ষকা মোছাঃ জেসমিন সুলতানা, মোছাঃ মিনা খাতুন, মোছাঃ মাহমুদা খাতুন, হোসনে আরা খাতুন, সহকারী শিক্ষক মোঃ ছানোয়ার হোসেন, মোঃ আব্দুল হান্নান সরকারসহ প্রমুখ।
ক্রীড়া প্রতিযোগিতার মধ্যে ছিলো ২০০/১০০ মিনিটার দৌড় প্রতিযোগিত,রশি খেলা, মিউজিক চেয়ার ইত্যাদি।
খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ ও মনোগ্য সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।