আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলা খোকশাবাড়ী আশ্রয় কেন্দ্রে দূর্যোগ প্রস্তুতি বিষয়ক পটগান অনুষ্ঠিত হয়। সমাজের নানা অসঙ্গতিগুলে মানুষের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেয় নাটক। সভ্যতার শুরু থেকে থিয়েটার ও নাটক একটি শক্তিশালী মাধ্যম হিসেবে প্রতিষ্ঠািত। সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় গণনাটক কর্মসূচির আয়োজনে অনুষ্ঠিত হয় দুর্যোগ বিষয়ক সচেতনতামূলক পটগান । সিরাজগঞ্জ সদর দলের আহবান গণনাটক দল
বৃহস্পতিবার বিকেল ৫ টায় খোকসাবাড়ি আশ্রয় কেন্দ্রে পটগানটি পরিবেশনা করা হয় । এই পট গানের কর্মশালা পরিচালনা করেন আতিকুর রহমান, সিনিয়র অফিসার পপুলার থিয়েটার। বাংলাদেশ একটি দুর্যোগ প্রবণ দেশ।দুর্যোগের সময় কি কি করণীয়, দুর্যোগ এর আগের প্রস্তুতি কি হবে এবং দুর্যোগের পরবর্তী কাজ কি সেই বিষয়ে পট গানের মাধ্যমে মানুষকে সচেতন করা হয়। এই বিষয়ে সিনিয়র অফিসার পপুলার থিয়েটার, আতিকুর রহমান বলেন সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচির আওতায় গণনাটক হয়ে থাকে। দুর্যোগ ঝুঁকি ব্যবস্থাপনা কর্মসূচির ব্র্যাক পপুলার থিয়েটার দুর্যোগ বিষয়ক পট গানে সহযোগিতা করছে। গ্রামের সবাই এই নাটক দেখে সচেতন হন। ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন. ও আইনি সুরক্ষা কর্মসূচির অফিসার মো: মাসুদ রানাএই দলের লিড দেন। ব্র্যাকের সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি ও গণনাটক বাংলাদেশে নাটকের মাধ্যমে জনগণকে সচেতন করছে সরকারের সাথে সাথে।