আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া উপজেলাধীন চলনবিল অধ্যুষিত উধুনিয়া ইউনিয়নে দুই দিনব্যাপি জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২৫ খ্রিঃ এ অনুষ্ঠান ইউনিয়নের ২১ টি প্রাথমিক বিদ্যালয়ের সেরা শিশু শিক্ষার্থীদের নিয়ে তেবারিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার সকাল হতে বিকেল পর্যন্ত সমাপনীদিনে পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, উধুনিয়া ক্লাস্টার অফিসার মুহাম্মদ আব্দুর রাজ্জাক ।
প্রতি বছরের ন্যায় এবছরও বিভিন্ন প্রতিযোগিতায় ( ক্রীড়া, সাংস্কৃতিক, বিষয়ভিত্তিক কুইজ এবং কাবিং মিলে ৫২ টি ইভেন্ট) এ যথাক্রমে পংখারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, উধুনিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও দত্ত খারুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ইউনিয়ন পর্যায়ে সর্বোচ্চ পুরস্কার পেয়েছে। এছাড়াও ইউনিয়নের প্রতিটি বিদ্যালয়ই কম-বেশি পুরস্কার পায় । সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের পাশাপাশি সার্বিকভাবে সহোযোগিতায় ছিলেন, মোঃ শাহজাহান আলী, হাজী রফিকুল ইসলাম, মোঃ হারুন অর রশিদ, রহমতুল বারী, আব্দুস সালাম, মোঃ ফরহাদুুল ইসলাম, নিয়ামত আলী, আক্তার হোসেন, আয়োজক স্কুলের ভার প্রাপ্ত প্রধান শিক্ষক আর্জিনা খাতুন প্রমূখ ছাড়াও প্রতিটি বিদ্যালয়ের সকল শিক্ষক ও অফিস সহকারীদের সার্বিক সহোযোগিতায় সুন্দর ও সফল অনুষ্ঠানের পরিসমাপ্তি হয়।