মোঃ হোসেন আলী (ছোট্ট) : "রক্তদানে নেই কোন ভয় মানবতার হবে জয়" এই স্লোগান কে সামনে রেখে রায়গঞ্জ উপজেলার নিমগাছি বন্ধন সমাজ কল্যাণ সংস্থার বাৎসরিক সম্মাননা স্মারক প্রদান ২০২৫ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) বিকেল ৪ টায় নিমগাছি বাজার ভূমি অফিস সংলগ্ন বন্ধন সমাজ কল্যাণ সংস্থার স্মারক সম্মাননা অনুষ্ঠানের আলহাজ্ব আমিনুল বারী তালুকদারের সভাপতিত্বে ও অমিত হাসান মারুফ (প্রতিষ্ঠাতা) এর সঞ্চালনায় স্মারক সম্মাননা প্রদান করা হয়।
প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন,বন্ধন সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মোঃ শামসুল ইসলাম।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন,সিরাজগঞ্জ জেলা বিএনপির উপদেষ্টা ও বন্ধন সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা ইঞ্জিনিয়ার কামাল হোসেন।
প্রধান অতিথি কামাল হোসেন বলেন,সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার নিমগাছিতে বন্ধন সমাজকল্যাণ সংস্থার যেভাবে আত্ম মানবতার সংগঠন করে সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে সেবা দিচ্ছে এটি একটি নজীর বিহীন ও প্রশংসনীয়। প্রতিটি মানুষের উচিত বন্ধন সমাজ কল্যাণ সংস্থার পাশে দাঁড়ানো। নিঃস্বার্থ ভাবে বন্ধন সমাজ কল্যাণ সংস্থা কাজ করে চলেছে প্রতিনিয়ত ভবিষ্যতে এ ধরনের ভালো কাজ অব্যাহত থাকবে বলে আমি বিশ্বাস করি। তিনি আরো বলেন,মানুষ মানুষের জন্য জীবন জীবনের জন্য। আমাদের সকলের উচিত এই ভালো কাজগুলোকে উৎসাহ দেওয়া এবং এদের পাশে দাঁড়িয়ে সার্বিক সহযোগিতা করা। মানবতার জয় হলে রাষ্ট্র,সমাজ ও দেশ উন্নয়ন হবে।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বন্ধন সমাজ কল্যাণ সংস্থার উপদেষ্টা মন্ডলী সদস্য সাংবাদিক মো: রেজাউল করিম,বন্ধন সমাজ কল্যান সংস্থার মনিরুল ইসলাম,কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল কুদ্দুস মন্ডল,সুলতান মাহমুদ দুলাল,রাশেদুল হাসান বাবু,হাদি তালুকদার,সিরাজুল ইসলাম তোতা,মো:আসাদ,আব্দুর রহিম মাহমুদ,আবুল বাশার,রেজওয়ান ওয়াসিফ রনি তালুকদার,নজরুল ইসলাম কাজী,আমিনুল ইসলাম জিন্নাহ, আখতারুজ্জামান তছির,মোঃ ইউনুস রবিন,ফাহাদ আব্বাসি,নাসির উদ্দিন সহ উপদেষ্টা মন্ডল সদস্য ও পৃষ্ঠপোসক মোঃ জাহিদুল ইসলাম বাবলু।
উল্লেখ্য,রায়গঞ্জ উপজেলা নিমগাছিতে আত্ম মানবতার সংগঠন বন্ধন সমাজ কল্যাণ সংস্থা স্থাপিত হয় ২০১৫ সালের। নিমগাছিতে প্রধান কার্যালয় থেকে কার্যক্রম শুরু হয়।পরবর্তীতে এর পাঁচটি শাখা রয়েছে। আলোচনা শেষে বন্ধন সমাজ কল্যাণ সংস্থার কুইজ প্রতিযোগিতা ২০২৫ অনুষ্ঠিত হয়। মানবতার কাজে যারা অবদান এবং প্রশংসনীয় কাজ করেছেন তাদের কে স্মারন সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এতে সঞ্চালনা করেন স্থায়ী কমিটির সদস্য মো:লুৎফর রহমান লেবু।