
মোঃ শাহ আলম, সিরাজগঞ্জঃ
এসো দেশ বদলাই,পৃথিবী বদলাই এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ উপলক্ষ্যে সিরাজগঞ্জ সদর উপজেলার বিনয়পুর খোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান।
বৃহস্পতিবার( ১৩ ফেব্রুয়ারী ২০২৫) অনুষ্ঠিত সিরাজগঞ্জ সদর উপজেলার রতনকান্দি ইউনিয়নের বিনয়পুর খোলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মা সমাবেশ, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সদর উপজেলার ভারপ্রাপ্ত উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম।
বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলার ইউআরসি’র ইন্সট্রাক্টর জাকিয়া খাতুন ও সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান।
সভাপতিত্ব করেন বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মোঃ সামিমা সুলতানা এবং পরিচালনা করেন প্রধান শিক্ষক মোঃ ছাইফুল ইসলাম।
বিশেষ অতিথি সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান। জরুরি কাজে তিনি পুরস্কার বিতরণের আগেই চলে আসেন। পরে সিরাজগঞ্জে এসে প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান কে সম্মাননা স্মারকটি হাতে তুলে দেন বিনয়পুর খোলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ ছাইফুল ইসলাম।
এসময় উপস্থিত ছিলেন বিদ্যালয়ের ডোনার সদস্য সাবেক ইউপি মেম্বার মোঃ এমদাদুল হক হিরণ,এলাকার বিশিষ্ট সমাজসেবক ও মুরুব্বি মোঃ সোলাইমান হোসেন ও মোঃ আব্দুস সালাম।
★
কৃতজ্ঞতায়,
মোঃ হারুন অর রশিদ খান হাসান
যুগ্ম সাধারণ সম্পাদক ও মিডিয়া সেলের আহবায়ক
সিরাজগঞ্জ জেলা বিএনপি
সভাপতি সিরাজগঞ্জ প্রেসক্লাব
সাবেক সাধারণ সম্পাদক
সিরাজগঞ্জ জেলা ক্রীড়া সংস্থা
১৫.২.২০২৫
…………………………………………
মা-সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠানে বিশেষ সম্মাননা স্মারক পেলেন সিরাজগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হারুন অর রশিদ খান হাসান।
শাহ আলম, সিরাজগঞ্জ প্রতিনিধি।
এসো দেশ বদলাই ঃ পৃথিবী বদলাই ঃ এই স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব ২০২৫ সিরাজগঞ্জ সদর উপজেলার বিনয়পুর খোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো মা সমাবেশ ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠান। সভাপতিত্ব করেন, মোসাম্মৎ শামীমা সুলতানা (এডহক কমিটি), প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ আমিনুল ইসলাম, ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার সিরাজগঞ্জ সদর উপজেলা। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সম্মানিত সভাপতি ও জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক, মোঃ হারুন অর রশিদ খান হাসান, এবং জাকিয়া খাতুন , ইন্সট্রাক্টর URC,সিরাজগঞ্জ সদর। অনুষ্ঠানটি পরিচালনা করেন
বিনয়পুর খোলাবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম। প্রথমে আমন্ত্রিত অতিথিদের বরণ করে নেন অত্র স্কুল কমিটি। পবিত্র কোরআন তেলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। সবাই দাঁড়িয়ে জাতীয় পতাকার প্রতি সম্মান প্রদর্শন করে জাতীয় সংগীত পরিবেশন করা হয়। ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে আমন্ত্রিত অতিথিগণ বক্তব্যে বলেন ঃ তোমরা সবাই প্রথম, দ্বিতীয়, তৃতীয়, হবে না। তাই বলে মন খারাপ করা যাবে না। সবাইকে মানুষের মত মানুষ হতে হবে। বাবা মাকে ভালবাসতে হবে, দেশ ও দেশের মানুষের প্রতি ভালোবাসা দেখাতে হবে। কঠোর পরিশ্রম করতে হবে এবং সময়ের কাজ সময়ে করতে হবে, তবেই সফলতা আসবে। এ সময় উপস্থিত ছিলেন বিনয়পুর খোলাবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ সাইফুল ইসলাম, মোঃ এমদাদুল হক (ডোনার সদস্য), মোঃ সোলায়মান হোসেন (গ্রাম্য প্রধান), মোঃ আব্দুস সালাম প্রমুখঃ। সবশেষে খেলায় বিজয়ী ছাত্র-ছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ, এবং বিশেষ অতিথি হারুন অর রশিদ খান হাসানের হাতে বিশেষ পুরস্কার “সম্মাননা স্মারক” পুরস্কার হাতে তুলে দেন কমিটি পক্ষ।