
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ভাঙচুর, অগ্নিসংযোগ মামলায় সাবেক উপজেলা চেয়ারম্যান সেলিনা মির্জা পূর্ণ গ্রেফতার দেখিয়ে কারাগারে প্রেরণ করেছে আদালত।
সোমবার (১৭ ফেব্রুয়ারি) বিকাল ৩ টার দিকে উল্লাপাড়া আমলি আদালতে হাজির করা হলে বিচারক শহীদ বাপ্পী জামিন নামঞ্জুর করে করে কারাগারে প্রেরণ করেন।
তথ্যটি নিশ্চিত করেছেন বাদী পক্ষের আইনজীবী রফিক সরকার।
উল্লেখ্য গত ৮ ফেব্রুয়ারি শনিবার রাতে সেলিনা মির্জাকে ঢাকায় তার মিরপুরের বাসা থেকে গ্রেপ্তার করে তিনি মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক ও পলাশডাঙ্গা যুব শিবিরের পরিচালক, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আব্দুল লতিফ মির্জার মেয়ে।
সেলিনা মির্জা ২০২৪ সালের উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে তিনি জয়লাভ করেন।