আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে প্রতিবন্ধী শিশুদের ভর্তি ও উপস্থিত বৃদ্ধির জন্য কমিউনিটি সাপোর্ট গ্রুপের সাথে অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়। সফল প্রতিবন্ধী অধিকার সংস্থা সিরাজগঞ্জ ও এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশের আয়োজনে,
এফসিডিও, ইউকে এর সহযোগিতায়, বৃহস্পতিবার (২০ফেব্রুয়ারী) সিরাজগঞ্জ শহরেরপ্রাণকেন্দ্র অবস্থিত হোটেল কুটুমবাড়ি কটেজের সেমিনার কক্ষে, উক্ত অভিজ্ঞতা বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সদর উপজেলা ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ আমিনুল ইসলাম।
এ মতবিনিময় সভায় মূলবিষয়বস্তু উপস্থাপন করেন, ওপিডি এর এনগেজমেন্ট অফিসার মোঃ মোস্তাক আহম্মেদ।
। সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সিরাজগঞ্জ সদর সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার অরুণ কুমার দেবনাথ, আবেদা সুলতানা দিলরুবা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন এবং সভাপতিত্ব করেন, সফল প্রতিবন্ধী অধিকার সংস্থা সভানেত্রী মোছাঃ সম্পা খাতুন এবং অনুষ্ঠানের দায়িত্ব ছিলেন, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সিরাজগঞ্জের ফিল্ড ফ্যাসেলিটর মোঃ মাসুদ রানা।
এসময়ে অভিজ্ঞতা বিনিময় সভায়, এডিডি ইন্টারন্যাশনাল বাংলাদেশ সিরাজগঞ্জের অন্যান্য কর্মকর্তা-কর্মচারি, মটিয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশিষ কুমার, কোবদাসপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাশিদা পারভীন, মিরপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, মোছাঃ আকতারী খানম,
গৌরী আরবান সরকারি প্রাথমিক বিদ্যালয়ের এস.এম. আসাদুজ্জামান, খোকসাবাড়ী নিস্তারিনী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোছাঃ মরিয়ম খাতুন সহ অন্যান্য শিক্ষক, অভিভাবক স্বপ্না খাতুন, মোছাঃ মিনা খাতুন, মোছাঃ মিনা খাতুন, লাভলি, রোকেয়া রুকু, খাদিজা সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।