
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ বেলকুচি উপজেলার পৌরএলাকার দেলুয়া শ্রী শ্রী রামকৃষ্ণ সেবাশ্রম মন্দির হতে হওয়া ৩টি পিতলের মূর্তি ও স্বর্ণালংকার উদ্ধার করেছে বেলকুচি থানা পুলিশ। এবং চুরির করার অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাকারিয়া হোসেন এই তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত হামিদুল ইসলাম ওরফে আরিফ এনায়েতপুর থানার রুপনাই গ্রামের দাদু সেখের ছেলে।
জাকারিয়া হোসেন জানান, শুক্রবার রাতে উপজেলার বোলগাঁতী গ্রামে অভিযান চালিয়ে মূর্তি ও স্বর্ণালংকারসহ আরিফকে গ্রেফতার করা হয়। তিনি মন্দিরে চুরির পর তার শ্বশুরবাড়িতে আশ্রয় নিয়েছিলেন। তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে বলে তিনি জানান।
এর আগে ২৭ জানুয়ারি রাতের কোনো এক সময় বেলকুচি পৌরসভার দেলুয়া শ্রী শ্রী রাম কৃষ্ণ সেবাশ্রম মন্দিরে ওই চুরির ঘটনা ঘটে। পরে মন্দির কমিটি পক্ষ থেকে থানায় লিখিত অভিযোগ দেয়া হয়। এদিকে চুরি হয়ে যাওয়া তিনটি পিতলের মূর্তি ও স্বর্ণালংকার উদ্ধার হওয়ায় থানা পুলিশকে ধন্যবাদ জানিয়েছেন মন্দির কমিটির স্বপন কুমার পোদ্দার।