
মোঃ হোসেন আলী (ছোট্ট)ঃ
‘বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ এই স্লোগানে ১৯ -২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যমুনা নদীর তীরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ডপয়েন্টে বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-২ ,হার্ড) হার্ড পয়েন্টে ৭ম জাতীয় সমাজ উন্নয়ন ক্যাম্প (কমডেকা) উডব্যাজারস গ্যাদারিং অনুষ্ঠিত হয়েছে।
রবিবার ( ২৩ ফেব্রুয়ারী) বিকেলে বাংলাদেশ স্কাউটসের আয়োজনে উডব্যাজারস গ্যাদারিং অনুষ্ঠানের শুরুতে আমন্ত্রিত অতিথিবৃন্দকে কমডেকা স্কার্ফ, ব্যাজ, টুপিও স্মরণিকা প্রদান শুরুতে প্রথমে পবিত্র কোরআন থেকে তেলোয়াত ও পবিত্র গীতা পাঠ, প্রার্থনা সংগীত কমডেকা পতাকা উওোলন প্রধান অতিথি মহোদয়কে সন্মাননা স্মারক ক্রেস্ট প্রদান করা হয়। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ৭ ম জাতীয় কমডেকা ২০২৫ উডব্যাজারস গ্যাদারিং ডিরেক্টর ইন্জিনিয়ার মোঃ মনিরুজ্জামান,।
অনুষ্ঠান সন্চালনা করেন দিনাজপুর অঞ্চলের তারাগন্জ রংপুর ইউনিট লিডার নাহিদ আক্তার পারভীন।
সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য (প্রশিক্ষণ) মুহঃ তৌহিদুল ইসলাম, এলটি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ স্কাউটসের উপদেষ্টা ড. শাহ মোহাম্মদ ফরিদ।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটসের এডহক কমিটির সদস্য আবু সালেহ মোহাম্মদ মহিউদ্দিন খান,
৭ ম জাতীয় কমডেকা চীফ ও সদস্য সচিব মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। বাংলাদেশ স্কাউটস, প্রোগ্রাম বিভাগের মাহফুজা পারভীন,
বাংলাদেশ স্কাউটসের সহকারী পরিচালক ( প্রাগ্রাম) মোঃ আবু সাঈদ,। বাংলাদেশ স্কাউটস, জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-৩, হার্ড) পয়েন্ট, সিরাজগঞ্জ (সিরাজগঞ্জ ও পাবনা জেলা) সহকারী পরিচালক মো: জামাল উদ্দীন, বাংলাদেশ স্কাউটস, খুলনা অঞ্চলের উপ- পরিচালক মোঃ আব্দুল রশিদ, প্রমুখ।
উল্লেখ্য ঃ ৭ম জাতীয় কমডেকায় উডব্যাজারস গ্যাদারিংয়ে নবাগত ১১ জন বিভিন্ন অঞ্চলের উডব্যারদের অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ স্কাউটসের উপদেষ্টা ড. শাহ মোহাম্মদ ফরিদ পার্মানেন্ট পরিয়েদেন।