আজিজুর রহমান,মুন্না,সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ সদর উপজেলার চর খোকশাবাড়ি উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা উপলক্ষ্যে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা পুরস্কার বিতরণী আলোচনা সভা ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার মো. আব্দুল মমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন- সদর উপজেলার নির্বাহী অফিসার মো. মনোয়ার হোসেন। বিশেষ অতিথি উপজেলা কৃষি অফিসার মো. আনোয়ার সাদাত, মৎস্য অফিসার আনোয়ার হোসেন ও প্রাণি সম্পদ কর্মকর্তা মো. আলমগীর হোসেন ও প্রধান শিক্ষক মো. জাহাঙ্গীর আলম প্রমুখ।
প্রধান অতিথি বলেন - শিক্ষার মান বাড়াতে শিক্ষার্থীদের নিয়মিত পাঠদানে মনোনিবেশ করতে হবে। উচ্চ শিক্ষায় শিক্ষিত হয়ে দেশ সমাজ ও পরিরারের সন্মান রক্ষায় আত্বনিয়োগে সচেষ্ট থাকার আহবান জানান তিনি । এসএসসি পরীক্ষায় ভাল রেজাল্ট করে ইউনিভার্সিটিতে লেখাপড়া শেষ করে দেশের উচ্চ শিখরে স্থান পেতে পড়াশুনার বিকল্প নেই।
ম্যানেজিং কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আব্দুল মমিন বলেন-বিদায় শেষে সুশিক্ষিত হয়ে নম্র ভদ্র সহনশীলতার মধ্যে দিয়ে সুনাগরিক হয়ে দেশ সমাজ ও পরিবারের মর্যাদা সম্পন্ন সুসন্তান হিসাবে গড়ে উঠার আহবান জানান। তিনি আরো বলেন- শারারিক ও মানষিক বিকাশে ক্রীড়ার বিকল্প নেই। প্রতিষ্ঠানের শিক্ষার মানবৃদ্ধিসহ বিদায়ী শিক্ষার্থীদের উচ্চ শিক্ষা গ্রহনের প্রতি প্রত্যয় ব্যক্ত করেন।
বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।অনুষ্ঠানে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দ্যেশে বক্তব্য রাখেন - মোছা. তামান্না খাতুন,ইসরাত জাহান সোনি বিদায়ী পরীক্ষার্থী মোছা. শিফাত মেরী ও বিদায়ী পরীক্ষার্থী শায়মন হোসেন তানভীর।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন - চর খোকশাবাড়ী উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য মো. রবিউল ইসলাম বিপ্লব, খোকশাবাড়ি ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. জয়নাল আবেদীন, সাধারন সম্পাদক বখতিয়ার ফিরোজ।
চর খোকশাবাড়ি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মো. আবু হাসেম ও মো. আব্দুর রহিমের পরিচালনায় অনুষ্ঠানে আরও
উপস্থিত ছিলেন ছোনগাছা মহিলা কলেজের অধ্যক্ষ মো. সাইফুল ইসলাম, নুরুল আমিন মারুফ, রফিকুল ইসলাম ও হাফিজুর রহমান খোকা প্রমূখ।