আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জে এনডিপি শিক্ষা সহায়তা কর্মসূচির শিক্ষিকাদের নিয়ে ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়।
জাতীয় পর্যায়ের বেসরকারী উন্নয়ন সংস্থা ন্যাশনাল ডেভেলপমেন্ট প্রোগ্রাম(এনডিপি)র নিজস্ব অর্থায়নে পরিচালিত শিক্ষা সহায়তা কর্মসূচির আওতায় সিরাজগঞ্জ সদর ১৩ টি, কামারখন্দ ৬টি এবং বেলকুচি উপজেলায ২ টি শিক্ষা কেন্দ্র বাস্তবায়িত হচ্ছে। প্রতিটি কেন্দ্রে ৪০ জন করে ছাত্র-ছাত্রী রয়েছে। প্রতিটি কেন্দ্রে ১ জন করে শিক্ষিকা রয়েছে।
বৃহস্পতিবার(২৭ফেব্রুয়ারী- ২০২৫) সিরাজগঞ্জ পৌরএলাকার মাছিমপর এনডিপি ২১ টি কেন্দ্রের শিক্ষিকাদেরকে নিয়ে ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় সভাপতিত্ব করেন এনডিপি প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির উপব্যবস্থাপক শিপন চন্দ্র নাগ। সভা পরিচালনা করেন প্রতিবন্ধিতা ও শিক্ষা কর্মসূচির প্রোগ্রাম এ্যাসোসিয়েট এস. এম. সোহেল রানা।
এ ত্রৈমাসিক সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জোনাল ম্যানেজার সিএসপি গোলাম মোস্তফা। সভায় ছাত্র-ছাত্রীর উপস্থিতি নিশ্চিত করা, শিক্ষার মানবৃদ্ধি করা, শিক্ষার প্রতি শিশুদের আগ্রহ বৃদ্ধি করা, প্রতি মাসে মা সমাবেশে মায়েদের অংশগ্রহণ নিশ্চিত করা সহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। তাছাড়া সেভ গার্ডিং ইস্যু ও প্রতিটি শিক্ষা কেন্দ্র শিশু বান্ধব বা প্রতিবন্ধী ছাত্র-ছাত্রীদের উপযোগি করে সাজানো বা তৈরি করা নিয়ে আলোকপাত হয়।