
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জ উল্লাপাড়ার সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের নবগঠিত কমিটি বিলুপ্ত করে গনতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ শিক্ষার্থী ও কর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবিতে ত্যাগি,পদ বঞ্চিত কর্মীদের ঝাড়ু মিছিল ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকালে সরকারি আকবর আলী কলেজ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়। এসময় বক্তারা বলেন, গত ২৬ ফেব্রুয়ারি সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের ৭ সদস্য বিশিষ্ট একটি কমিটি ঘোষণা করা হয়েছে। আমরা উক্ত কমিটি বিলুপ্ত করে দীর্ঘদিনের ত্যাগী ও যোগ্য ব্যাক্তিদের দিয়ে এবং প্রয়োজনবোধে গনতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ শিক্ষার্থী ও কর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠনের দাবিতে ত্যাগি-বঞ্চিত কর্মীদের নিয়ে আজকের এই বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের আয়োজন করেছি।
আমাদের মাঝে উপস্থিত আছেন সরকারি আকবর আলী কলেজ ছাত্রদলের সভাপতি প্রার্থী মোঃ শাহা জালাল, মোঃ সবুজ ইসলাম, এ পি নাজমুল, সাধারণ সম্পাদক প্রার্থী আরিফ আরমান সিয়াম সাধারণ সম্পাদক, মোঃ মামুন হোসেন, সাংগঠনিক সম্পাদক প্রার্থী মোঃ বিন লাম, ছাব্বিরুল ইসলাম রাব্বি, মোঃ মনিরুল ইসলাম মনি, কলেজ ছাত্রদলের অন্যতম সিনিয়র সংগঠক আকিব বনি সহ নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত আছেন গুরুত্বপূর্ণ সহযোদ্ধাবৃন্দ, আকবর আলী কলেজ ছাত্রদলের কর্মী ও সমর্থকবৃন্দ।
প্রিয় বন্ধুগণ, বক্তব্যের শুরুতেই আমি স্মরণ করতে চাই আকবর আলী কলেজের সাবেক শিক্ষার্থী ও কলেজ ছাত্রদলের সাবেক সহ সভাপতি শহীদ নাজির উদ্দিন জেহাদ কে। নাজির উদ্দিন জেহাদ আমাদের প্রেরণা, আদর্শ, আমাদের অগ্রজ। কিন্তু আজকে অত্যন্ত ভারাক্রান্ত মনে বলতে চাই, আজকে নাজির উদ্দিন জেহাদের স্মৃতিবিজরিত কলেজে এক ন্যাক্কারজনক ঘটনা ঘটানো হয়েছে। যে সকল ছাত্রনেতারা বিগত দীর্ঘ দিন যাবত আকবর আলী কলেজ ছাত্রদলের ব্যানারে আন্দোলন সংগ্রাম সফল করে এসেছে, তাদের বঞ্চিত করে পাঁচ আগস্টের পরে আসা অপরিচিত বসন্তের কোকিলদের দ্বারা বানিজ্যের মাধ্যমে কলেজ ছাত্রদল কমিটি গঠন করা হয়েছে।
উক্ত কমিটির সভাপতি করা হয়েছে ৫ আগস্ট পরে দলের সুসময়ে উড়ে আসা একজনকে এবং সাধারণ সম্পাদক করা হয়েছে তুলনামূলক অনেক জুনিয়র ইন্টার পড়ুয়া এক অখ্যাত ছাত্রকে। কলেজ ছাত্রদল তো দূরের কথা, অতীতে উক্ত কলেজে রাজনীতি করা কিংবা সাধারণ শিক্ষার্থীরা তাদের নাম পর্যন্ত জানেনা। আকবর আলী কলেজ ছাত্রদলের কমিটিতে দীর্ঘদিনের কলেজ ছাত্রদলের ত্যাগি নির্যাতিত নেতাকর্মীদের বাদ দিয়ে ৫ তারিখের পরের কথিত সমন্বয়ক এবং অনার্স কলেজে আনারি ইন্টারমিডিয়েটের ছাত্রকে দিয়ে কমিটি করা হয়েছে। এছাড়া কমিটিতে অন্যান্য গুরুত্বপূর্ণ পদে যারা এসেছেন তাদেরকে অতীতে কখনো ছাত্রদলের প্রোগ্রাম করতে দেখেনি কলেজের কোনো শিক্ষার্থী। সম্পূর্ণরূপে অনৈতিকভাবে, অবৈধ পন্থায় কমিটি বাণিজ্যের মাধ্যমে করা উক্ত সিন্ডিকেট কমিটি নামের কমেডি কে আমরা সাধারণ শিক্ষার্থীদের সমর্থন নিয়ে কলেজ ক্যাম্পাসে অবাঞ্চিত ঘোষণা করছি।
উল্লেখ্য, কেন্দ্রীয় টিম থেকে আমাদের পদপ্রার্থীদের জানানো হয় যে আকবর আলী কলেজ শাখা কমিটি করতে কিছু জটিলতা আছে, তাই সিরাজগঞ্জ সরকারি কলেজ এবং আকবর আলী কলেজের কমিটি গঠন করা হচ্ছে না। পরবর্তীতে তারা সিরাজগঞ্জ থেকে চলে যাওয়ার পথে রাস্তার মধ্যে উক্ত কমিটি সাইন করে বলে আমরা জানতে পেরেছি। এখানে বিপুল পরিমান আর্থিক লেনদেন হয়েছে বলে পরবর্তীতে জানা যায়। উক্ত লেনদেনের সাথে যুক্ত ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক সহ সংগঠনিক সম্পাদক আরিফুল ইসলাম আরিফ সরকার, উল্লাপাড়া উপজেলা ছাত্রদলের আহবায়ক নয়ন, জেলা ছাত্রদলের সভাপতি জুনায়েদ হোসেন সবুজ এবং সাধারণ সম্পাদক সেরাজুল ইসলাম সিরাজ। এভাবে কমিটির সাইন হয়ে যাওয়ার পরে আমরা খবর পেয়ে উক্ত কমিটির বিরোধিতা করি এবং কমিটি প্রকাশ না করে স্থগিত করার আবেদন জানাই জেলা ছাত্রদলের কাছে। সিরাজগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের বিষয়েও একই ঘটনা ঘটে। আমরা জানতে পারি যে এই দুইটা কমিটি প্রকাশ না হয়ে স্থগিত হচ্ছে। স্থগিত হয়েছে এমন খবর যখন সবাই জেনে যায় তখন ২য় ধাপে আকবর আলী কলেজ নিয়ে আবারও লেনদেন হয় এবং সেই লেনদেনের জের ধরেই কমিটি প্রকাশ করেন কেন্দ্র থেকে দায়িত্বপ্রাপ্ত নেতা নিজামউদ্দিন এবং মমিনুল জিসান।
উল্লাপাড়ার শিক্ষা অনুরাগী, বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সাবেক এমপি এম আকবর আলীর হাতে গড়া প্রতিষ্ঠান, শহীদ নাজির উদ্দিন জেহাদের নিজ কলেজে অবৈধ পন্থায় রচিত এই কমিটিকে মেনে নেওয়া যায় না। আমরা এর তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি উক্ত কমিটিকে আমরা অবাঞ্চিত ঘোষণা করছি।
প্রিয় বন্ধুগণ আপনারা সকলেই জানেন বিগত দিনে কারা এই কলেজে ছাত্রদলের রাজনীতি করেছে। আমাদের রক্ত, শ্রম, ঘামের উপর প্রতিষ্ঠিত কলেজ ছাত্রদল দুষ্কৃতিকারীদের হাতে আমরা ছেড়ে দেব না।
ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক দেশনায়ক জনাব তারেক রহমান এবং ছাত্রদলের সর্বোচ্চ নেতা কেন্দ্রীয় সংসদের বিপ্লবী সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সংগ্রামী সাধারন সম্পাদক নাসির উদ্দিন নাসির এর কাছে অতিসত্বর আকবর আলী কলেজ ছাত্রদলের এই কমিটি বিলুপ্ত ঘোষণা করে ত্যাগী, দীর্ঘদিনের রাজপথের পরীক্ষিত সৈনিকদের নিয়ে এবং প্রয়োজনবোধে গনতান্ত্রিক প্রক্রিয়ায় সাধারণ শিক্ষার্থী ও কর্মীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে কমিটি গঠন করার জন্য আবেদন জানাচ্ছি।