নিজস্ব প্রতিবেদকঃ
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি আগামী ০৬ মাস মেয়াদে অনুমোদন দেওয়া হয়েছে। আন্দোলনের মুখে স্থগিতের আঠারো দিন পর বঞ্চিতদের নিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) ভোররাতে কমিটির অনুমোদন দিয়েছেন সংগঠনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল।
পরবর্তীতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফাইড ফেইসবুক পেজে পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ করা হয়।
ছয় মাস মেয়াদি নতুন এই আহ্বায়ক কমিটিতে অপরিবর্তিত রয়েছে আহ্বায়ক এবং সদস্য-সচিবের পদ। এবারও আহ্বায়ক হয়েছেন সজীব সরকার এবং মেহেদী হাসান হয়েছেন সদস্য সচিব।
এছাড়াও কমিটিতে স্থান পেয়েছে সিরাজগঞ্জের বিভিন্ন উপজেলার ২০২৪-এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া শিক্ষার্থীরা।
এর আগে ৮ ফেব্রুয়ারি সজীব সরকারকে আহ্বায়ক ও মেহেদী হাসানকে সদস্য সচিব করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন সিরাজগঞ্জ জেলা শাখার আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। কিন্তু, সংগঠনটির একাংশের আন্দোলনের মুখে ১০ ফেব্রুয়ারি (সোমবার) রাতে পূর্বঘোষিত সিরাজগঞ্জের আহ্বায়ক কমিটি স্থগিত করে দেয় কেন্দ্রীয় কমিটি।