আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
অগ্রণী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ অঞ্চল, সিরাজগঞ্জ এর আয়োজনে বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত। খেলার শুরুতে পবিত্র কোরআন তেলওয়াত ও গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুভসূচনা করা হয়। জাতীয় সংগীত পরিবেশনর তালে তালে জাতীয় পতাকা ও ক্রীড়া পতাকা উত্তোলন, কপোত মুক্ত,বেলুন-ফেস্টুন উড়িয়ে, মশাল পরিভ্রমণের মাধ্যমে অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়। অগ্রণী ব্যাংক পিএলসি সিরাজগঞ্জ অঞ্চলের সকল নির্বাহী কর্মকর্তাবৃন্দ তাদের পরিবারবর্গের সদস্যদের নিয়ে একে একে ২৯ টি ইভেন্টে খেলা অনুষ্ঠিত হয়। পরে অনুষ্ঠান শেষে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
শুক্রবার (২৮ ফেব্রুয়ারী) সকাল ৮ টা হতে দিনব্যাপী অনুষ্ঠান সিরাজগঞ্জ শহীদ শামসুদ্দিন স্টেডিয়াম মাঠে অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক সিরাজগঞ্জ অঞ্চলের, সহকারী মহাব্যবস্থাপক ও অঞ্চল প্রধান মোঃ সাজেদুল হক।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অগ্রণী ব্যাংক এস.এস.রোড় শাখা'র সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ রফিকুল ইসলাম, চান্দাইকোনা শাখার সহকারী মহাব্যবস্থাপক ও শাখা প্রধান মোঃ লুৎফর রহমান, সিরাজগঞ্জ নিউমার্কেট শাখার এজিএম ও শাখা প্রধান মোঃ শফিজুল ইসলাম প্রমুখ। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সিরাজগঞ্জ আঞ্চলিক কার্যালয়ের সিনিয়র প্রিন্সিপাল অফিসার মোঃ আব্দুস সামাদ। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, অগ্রণী ব্যাংক পিএলসি ইসলামী ব্যাংকি উইন্ডো ব্যবস্থাপক/ এসপিও মোঃ আতিকুর রহমান, বেলকুচি শাখার পিও/ ব্যবস্থাপক মোঃ আলহাজ উদ্দিন এবং সিরাজগঞ্জ এস.এস. রোড় শাখার পিও হোসাইন শহীদ মোহাম্মদ শীশ।
এসময়ে অনুষ্ঠানে অগ্রণী ব্যাংক আঞ্চলিক কার্যালয় এসপিও মোঃ আব্দুস সামাদ, এস.এম. মোফাচ্ছেল হোসেন, শাহজাদপুর শাখার এসপিও/ব্যবস্থাপক ও অফিসার কল্যাণ সমিতির বাংলাদেশ এর সিরাজগঞ্জ আঞ্চলিক কমিটির সভাপতি হোসনেয়ারা জাহান, অফিসার কল্যাণ সমিতি আঞ্চলিক কমিটি সিরাজগঞ্জের সভাপতি ও এনায়েতপুর শাখার পিও ব্যবস্থাপক মোঃ আল মামুন, অগ্রণী ব্যাংক সাধারণ অফিসার কল্যাণ সমিতির সভাপতি মোছাঃ হাওয়া খাতুন, অগ্রণী ব্যাংক কর্মচারী কল্যাণ সমিতির সভাপতি আবুল কালাম আজাদ, সাধারণ সম্পাদক আব্দুল ছালাম,
ঘুড়কা শাখার এসপিও/ ব্যবস্থাপক মোঃ সুলতান মাহমুদ, নিমগাছী শাখার এসপিও/ ব্যবস্থাপক পলাশ কুমার সাহা, এস.এস.রোড় শাখার পিও সহ অন্যান্য শাখার পিও, এসও, অফিসার, কর্মচারীরা এবং ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, এই বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় জরুরি স্বাস্থ্য সেবা প্রদানের জন্য সার্বক্ষণিক উপস্থিত ছিলেন, ডাঃ রুপা, ডাঃ সাদিয়া এবং ডাঃ তাওফিকুর রহমান।