ওয়াসিম সেখ, সিরাজগঞ্জ:
স্বাস্থ্য মন্ত্রণালয়ের মহাপরিচালক অধ্যাপক ডাঃ মো. আবু জাফর বলেন, প্রতিটি হসপিটালে স্বাস্থ্য সেবার মান বাড়িয়ে দিতে হবে যাতে গ্রামের মানুষকে চিকিৎসা নিতে যেন ঢাকায় আসতে না হয়।
শনিবার (১ মার্চ) বিকেলে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন শেষে হাসপাল সম্মেলন কক্ষে এক মতবিনিময় সভায় চিকিৎসকদের উদ্দেশ্যে তিনি একথা বলেন।
মহাপরিচালক অধ্যাপক ডাঃ মো. আবু জাফর আরো বলেন, সারাদেশে স্বাস্থ্যসেবার মান বাড়ানোর পাশাপাশি মন্ত্রণালয়ের দুর্নীতি রোধে জিরো টলারেন্স মেইনটেইন করা হবে বলে জানিয়েছেন। এছাড়াও মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়ন ও স্বাস্থ্য সেবা সঠিকভাবে প্রদানের জন্য বিভিন্ন দিক নির্দেশনা দেন।
এসময় সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডাঃ এটিএম নুরুজ্জামান, কলেজের পরিচালক অধ্যাপক ডা: এস, এম, কামরুল হাসান, মেডিকেল কলেজ হাসপাতালের ডাক্তার, সিনিয়র স্টাফ নার্স সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।