
মোঃ হোসেন আলী ( ছোট্ট) ঃ বৈষম্যহীন সমাজ বিনির্মাণে স্কাউটিং’ ” এই স্লোগানে ৭ ম জাতীয় কমডেকা গত ১৯ -২৫ ফেব্রুয়ারি পর্যন্ত যমুনা নদীর তীরে সিরাজগঞ্জ শহররক্ষা বাঁধ হার্ডপয়েন্টে বাংলাদেশ জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্র-২ ,হার্ড) কমিউনিটি ডেভেলপমেন্ট ভিলেজ ( সিডিভি) কর্তৃক স্মরনীকার মোড়ক উন্মোচন কপি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলামের হাতে তুলেদেন কমিউনিটি ডেভেলপমেন্ট ভিলেজ ( সিডিভি) সহ সমন্বয়কারী স্কাউটার মোঃ হোসেন আলী (ছোট্ট)।
রবিবার ( ০২ মার্চ) সকাল ১০ টায় জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসকের কক্ষে ৭ম জাতীয় কমডেকায় কর্তৃক প্রকাশিত কমিউনিটি ডেভেলপমেন্ট ভিলেজ ( সিডিভি) স্মরণিকায় সিরাজগঞ্জ সদর উপজেলা অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক ও ৭ম জাতীয় কমডেকা ২০২৫ এর কমিউনিটি ডেভেলপমেন্ট ভিলেজ ( সিডিভি) সহ সমন্বয়কারী স্কাউটার মোঃ হোসেন আলী (ছোট্ট) লেখা স্মৃতির পাতায় ফিরে দেখা কমডেকা ৩য় জাতীয় কমডেকা ও ৮ম জাতীয় রোভার মুট এই লেখাটি স্থান পেয়েছে স্মরণিকায়।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ সদর উপজেলার নবাগত সম্পাদক মোঃ আব্দুল কাদের ইমন, ও অন্বেষণ মুক্ত স্কাউট দলের সদস্য মোঃ মুবিন ইসলাম প্রমুখ।