
আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলা স্কাউটস এবং জেলার আওতাধীন সদরসহ ৯টি উপজেলার মনোনীত কাউন্সিলরদেরকে নিয়ে বিশেষ কাউন্সিল সভা অনুষ্ঠিত হয়।
সভার প্রথম অধিবেশনের শুরুতে প্রার্থনা সংগীত ও যে সকল স্কাউটগণ মৃত্যুবরণ করেছেন তাদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া-মোনাজাত করা হয়। পূর্ববর্তী সভার কার্যবিবরণী পাঠ নিশ্চিত করণ করা হয় ।
বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা বিশেষ কাউন্সিল সভার মাধ্যমে জেলা স্কাউটস কমিশনার হিসেবে ভিক্টোরিয়া হাইস্কুলের প্রধান শিক্ষক, মোঃ সাজেদুল ইসলাম তালুকদার এবং সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ( এলটি) নির্বাচিত হন ।
সোমবার (৩ মার্চ) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এ. কে. শামসুদ্দিন সম্মেলন কক্ষে বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা বিশেষ কাউন্সিল সভার সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা স্কাউটসের সভাপতি ও জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
বিশেষ কাউন্সিল সভায় স্বাগত বক্তব্য রাখেন,
বাংলাদেশ স্কাউটস, জাতীয় সদর দপ্তর কর্তৃক মনোনীত লিডার ট্রেইনার প্রতিনিধি সরকার ছানোয়ার হোসেন ( এলটি)।
অনুষ্ঠানে সঞ্চালনা করেন, বাংলাদেশ স্কাউটস, এডহক কমিটির সদস্য সচিব মো. জামাল উদ্দিন।
এ সময়ে বাংলাদেশ স্কাউটস সিরাজগঞ্জ জেলা স্কাউটসের সাবেক সহ-সভাপতি ও অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গণপতি রায়, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুনর রশিদ সহ অন্যান্য স্কাউট সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন ।