মোঃ হোসেন আলী (ছোট্ট)ঃ
সরকারি যাকাত ফান্ডে যাকাত দিন, ও দারিদ্র্য বিমোচনে অংশ নিন, এই উক্তিকে সামনে রেখে সিরাজগঞ্জ সদর উপজেলার বিভিন্ন মসজিদের ইমাম ও খতিব দেরকে নিয়ে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ( ৪ মার্চ) দূপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে শহিদ এ কে শামসুদ্দিন সম্মেলন কক্ষে জেলা প্রশাসন ও সিরাজগঞ্জ ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের আয়োজনে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারে সভাপতিত্ব করেন ইসলামিক ফাউণ্ডেশন সিরাজগঞ্জের উপ-পরিচালক মোহাম্মদ ফারুক আহামেদ।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনার উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, যাকাত যেহেতু অর্থসম্পদকে পুঁজিবাদের অপবিত্রতা থেকে পবিত্র করে, মানুষের মন-মস্তিস্ককে গর্ব-অহংকার, লোভ-লালসা ও কৃপনতার মলিনতা থেকে পরিচ্ছন্নতা রাখে। তিনি আরো বলেন, আমরা সমাজে যে ভাবে যাকাত প্রদান করি আসলে এটা ঠিক নয় ২ শত টাকা বা ৩ শত টাকা দিয়ে গরীব অসহায়দেরকে আমরা এ যাকাত দিচ্ছি এটা ঠিক নয়। আমরা যদি যাকাতের টাকা দিয়ে একজন মানুষ কে সেলাই মেশিন ও ভ্যান কিনে দিয়ে সহযোগিতা করি তাহলে গরীব অসহায় দুস্থ মানুষ উপকৃত হতো। নিজের উপার্জিত সম্পদে সমাজের অবহেলিত শ্রেণীর দাবী-দাওয়া পূরণে উৎসাহ যোগায় এজন্য ইসলামের এই তৃতীয় স্তম্ভের নামকরণ হয় যাকাত। যাকাত হচ্ছে একটি আর্থিক ইবাদত। নিজের সম্পদের একটি নির্দিষ্ট অংশ গরীব মিসকিন ও অভাবী লোকদের মধ্যে বন্টন করাকে যাকাত বলা হয়। এটি নামাজ রোজার মতই একটি গুরুত্বপূর্ণ ইবাদত।
এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়, বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য ও জেলা বিএনপি সাধারণ সম্পাদক মোঃ সাইদুর রহমান বাচ্চু, সিরাজগঞ্জ জেলা জামায়াতের সেক্রেটারি মোঃ জাহিদুল ইসলাম, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোঃ হারুনর রশিদ, রেলওয়ে কলোনী মাদ্রাসার মুহতামিম মোঃ নজরুল ইসলাম
এছাড়াও আরো উপস্থিত ছিলেন তথ্য অফিসার মোহাম্মদ আলী, ,
এছাড়াও যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক সেমিনারে
বক্তাগন জেলা পর্যায়ে সরকারি যাকাত ফান্ডে যাকাতের অর্থ সংগ্রহ ও বৃদ্ধির লক্ষ্যে যাকাতের গুরুত্ব ও তাৎপর্য শীর্ষক আলোচনা করেন।