আজিজুর রহমান মুন্না, সিরাজগঞ্জঃ
জাতীয় সংসদের সংসদীয় আসন সিরাজগঞ্জ-১(কাজিপুর ও সদরের আংশিক) এ জেলা বিএনপির সম্মেলন প্রস্তুত কমিটি'র আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কাজিপুর উপজেলা শাখার আয়োজনে,বুধবার (৫ মার্চ) বিকেলে কাজিপুর পৌরসভার আলমপুর চৌরাস্তা নামক স্থানে সম্মেলন প্রস্তুত কমিটির আলোচনা সভা অনুষ্ঠানের সঞ্চালনা করেন, সংসদীয় আসন ১ও ৩ এর দায়িত্বপ্রাপ্ত সদস্য, জেলা বিএনপি নেতা, সাবেক ভিপি শামীম খান।
এতে আগামী নির্বাচনে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সম্ভাব্য সম্মেলন, প্রার্থী নির্বাচন ও দলীয় কর্মকান্ডের বিষয়ে আলোচনায় অংশ নেন সংসদীয় আসন ১ ও ৩ এর দায়িত্বপ্রাপ্ত সদস্য জেলা বিএনপির নেতা মোঃ মজিবুর রহমান লেবু, নাজমুল হাসান তালুকদার রানা, মোঃ রকিবুল করিম খান পাপ্পু ও রুমানা মোর্শেদ কনক চাঁপা।
এ সময় অনুষ্ঠানে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজা, সাবেক সাধারণ সম্পাদক আব্দুস সালাম, অ্যাডভোকেট রবিউল হাসান, উপজেলা যুবদলের সাবেক সভাপতি সাজ্জাদুর রহমান বাবলু' সহ স্থানীয় বিএনপি'র বিপুল সংখ্যক তৃণমূল নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সারাদেশে ভোটের মাধ্যমে জেলা কমিটি হচ্ছে। বিগত ১৬/১৭ বছরে দলের ত্যাগি নেতাকর্মীরা ফ্যাসিস্ট স্বৈরাচার আওয়ামী হাসিনা সরকারের আমলে যারা মিথ্যা বানোয়াট মামলার শিকার হয়েছেন। হামলা শিকার হয়েছেন। আহত হয়েছেন । তারাই কমিটিতে স্থান পাবে। এজন্য আপনাদের সহযোগিতা করতে হবে। ধৈর্যের ধারণ করতে হবে । দলের নিয়মনীতি মেনে সম্মেলন করা হবে ইনশাআল্লাহ । আপনারা আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় নিয়ম-শৃঙ্খলা মেনে সকলকে ঐক্যবদ্ধ ভাবে বিএনপির পক্ষে কাজ করবেন ।