মোঃ হোসেন আলী ( ছোট্ট)ঃ
" দুর্যোগের পুর্বাভাস প্রস্তুুতি বাঁচায় প্রাণ ক্ষয়ক্ষতি,এই প্রতিপাদযকে সামনে রেখে সিরাজগঞ্জে ১০ মার্চ জাতীয় দুর্যোগ প্রস্তুুতি দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মহড়া অনুষ্ঠিত হয়েছে।
আজ সোমবার ( ১০ মার্চ) দুপুরে জেলা প্রশাসন, সিরাজগঞ্জ ও দুর্যোগ ব্যবস্থাপনা ও এাণ মন্ত্রণালয় এবং জেলা ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের কার্যালয়ের লাইব্রেরি হলরুমে আলোচনা সভা ও ভিক্টোরিয়া হাই স্কুলের ছাএ ছাএীদেরকে নিয়ে ভূমিকম্প ও অগ্নিকান্ড বিষয়ক সচেতনতা বৃদ্ধি মহড়া অনুষ্ঠিত হয় । আলোচনা সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) গনপতিরায়।
আলোচনা সভা শুরুতে স্বাগত বক্তব্য রাখেন জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আঃ বাছেদ,অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে দিবসটির উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, সাধারণ মানুষের সচেতনতা বাড়াতে হবে। চর অঞ্চলে বিভিন্ন কেল্লা তৈরী করা হয়েছে। দুর্যোগে আমাদের সম্পদের ক্ষতি কমাতে হবে। , যে কোনো দুর্যোগে যথাযথ পূর্বাভাস,প্রস্তুতি ও ঝুঁকিহ্রাস করে জনগণের জনমালের ক্ষতি কমিয়ে আনা সম্ভব। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের নীতি পরিকল্পনায় ইতোমধ্যে দুর্যোগ ঝুঁকি হ্রাস কৌশল অন্তর্ভুক্ত হয়েছে এবং সবধরনের দুর্যোগের প্রস্তুতি সরকার বহুমুখী কর্মসূচি বাস্তবায়ন করছে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মোঃ আঃ বাছেদ বলেন, প্রাকৃতিক ও মানবসৃষ্ট দুর্যোগ মোকাবিলায় সবাইকে সচেতন হতে হবে। দুর্যোগের ক্ষতি হ্রাসে দুর্যোগপূর্ব, দুর্যোগকালীন ও দুর্যোগপরবর্তী প্রস্তুতি কার্যকর ভূমিকা পালন করে। তিনি যেকোনো দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিস-সহ সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, জেলা তথ্য অফিসার মোহাম্মদ আলী, এনডিপি এনজিও 'র উপ-পরিচালক পরিচালক ( এমএন্ডই) কাজী মাসুদুজ্জামান , মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের উপ-পরিচালক এম এ রহমান, প্রেসক্লাবের সভাপতি মোঃ হারুন অর রশিদ খান হাসান, ব্র্যাক জেলা সমন্বয়কারী রইস উদ্দিন, রেডক্রিসেন্ট সোসাইটি সিরাজগঞ্জের ইউনিট প্রেজেক্ট অফিসার মোঃ সাইফুল ইসলামসহ বিভিন্ন সরকারি বেসরকারি কর্মকর্তা ও এনজিও কর্মী, প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।