ওয়াসিম সেখ,সিরাজগঞ্জ:
সিরাজগঞ্জে ১,৯৯৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-১২)।
গত ০৯ মার্চ দুপুর ২.০৫ ঘটিকায় র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল সিরাজগঞ্জ সদর শিয়ালকোল আমতলা এলাকায় একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে শপিং ব্যাগে লুকানো অবস্থায় ১,৯৯৪ পিচ ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মঞ্জুর আলম (৩৪) নামক একজন মাদক কারবারীকে গ্রেফতার করতে করেছে।
গ্রেফতারকৃত আসামি মোঃ মঞ্জুর আলম (৩৪), সদর উপজেলা সরাইচন্ডি গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আসামি দীর্ঘদিন যাবৎ লোকচক্ষুর আড়ালে সিরাজগঞ্জ জেলার বিভিন্ন থানায় তার ব্যবহৃত মোবাইল ফোনে যোগাযোগের মাধ্যমে নেশাজাতীয় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট ক্রয়-বিক্রয় করে আসছিল।
গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সিরাজগঞ্জ জেলার সদর থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।