
মোঃ হোসেন আলী (ছোট্ট) ” তন্ত্র মন্ত্রের দিন শেষ খেলাফতের বাংলাদেশ ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সিরাজগঞ্জে
বাংলাদেশ খেলাফত মজলিসের ইফতার দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার ( ১২ মার্চ) বিকেলে পৌর শহরের বড়গোলা পট্রি
মুজিব সড়ক রোডস্থ গুডফুট চাইনিজ এন্ড ফাস্ট ফুট রেস্তোরাঁয় বাংলাদেশ খেলাফত মজলিস, সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আঃ রউফ। অনুষ্ঠানে সঞ্চালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সেক্রেটারি মুফতি আহমাদুল্লাহ সিরাজী।
দোয়া মাহফিল অনুষ্ঠানের সভাপতি হিসেবে উপস্থিত
থেকে মাহে রমজান উপর দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন মুফতি আঃ রউফ।
এসময়ে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি মুফতি মঈনুল ইসলাম খান, সদর থানা সভাপতি মাওলানা আব্দুস সবুর রহমানী, ইসলামী আন্দোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলা শাখার সাবেক সভাপতি মুফতি মুহীববুল্লাহ, বাংলাদেশ জামায়াতে ইসলামী সিরাজগঞ্জ জেলা নায়েবে আমীর মাওলানা আব্দুস সালাম, পৌর আমীর অধ্যাপক আব্দুল লতিফ, ইমাম মুয়াজ্জিন কল্যাণ পরিষদ সিরাজগঞ্জ জেলা পৌর সভাপতি মাওলানা রুহুল আমীন, ইসলামী আদোলন বাংলাদেশ সিরাজগঞ্জ জেলার আহবায়ক মাওলানা জিয়াউল হক, খতমে নবুয়ত সিরাজগঞ্জ জেলা সভাপতি মুফতি নোমান মাহমুদ, বাংলাদেশ খেলাফত মজলিস পৌর সভাপতি আঃ সামাদ খান, তাড়াস উপজেলা সাধারণ সম্পাদক মোঃ সিদ্দিকুর রহমান রাজু, বেলকুচি উপজেলা থানা সাধারণ সম্পাদক মাওলানা আতিকুর রহমান, এনায়তপুর থানা সাধারণ সম্পাদক মোঃ জাকারিয়া হোসাইন, উল্লাপাড়া উপজেলা সাধারণ সম্পাদক মোঃ শামীম রেজা, শাহজাদপুর উপজেলা সভাপতি মাওলানা নজরুল ইসলাম, সাধারণ সম্পাদক শাহাদাত হোসাইন, বাংলাদেশ কৃষক দল সিরাজগঞ্জ জেলা শাখার সাধারণ সম্পাদক টি এম শাহাদত হোসেন ঠান্ডু, জেলা শ্রমিক মজলিস সভাপতি মুফতি আমজাদ হোসাইন, জেলার পৌর অর্থ সম্পাদক মুফতি গোলাম মওলা, জেলা প্রচার সম্পাদক মাওলানা সামসুল হক সুমন, প্রমুখ।
বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আঃ রউফ বলেন, ঐক্যবদ্ধ ভাবে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। আমাদের সকলের ঐক্যবদ্ধ হওয়ার কোন বিকল্প নেই। আমরা কোরআন ভিক্তিক জীবন চলবো। জুলাই অভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিস্ট হাসিনার পতনের পর বর্তমান অন্তর্বর্তী সরকারের অধিনে বাংলাদেশে সংবিধান, নির্বাচন, প্রশাসন, অর্থনীতি-সহ বেশ কিছু ক্ষেত্রে সংস্কারের উদ্যোগ নেওয়া হয়েছে। একই সাথে একটি অবাধ ও সুষ্ঠু ও গ্রহণযোগ্য জাতীয় নির্বাচনের প্রস্তুতি চলছে।আগামী জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ খেলাফত মজলিস অংশগ্রহণ করবে। এ ব্যাপারে এখন থেকেই দলের প্রতিটা নেতাকর্মীকে সজাগ থাকতে হবে। আমরা চাই এদেশে খেলাফতে রাষ্ট্র প্রতিষ্ঠা পাক। সকল ইসলামিক দলগুলোকে নিয়ে ঐক্যবদ্ধ ভাবে খেলাফত রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। হালাল ভাবে ব্যবসা করতে হবে সিন্ডিকেট করে কোন পন্যের দাম বেশি নেওয়া যাবেনা, রোযা রেখে মিথ্যা কথা বলা যাবেনা, একে অপরের সাথে স্বদাচারন করতে হবে, হাঙ্গামা সৃষ্টি করে রক্তপাত ঘটানো যাবে না, রোযার অমর্যাদা হয় এরকম যাবতীয় অপ্রীতিকর কাজ বর্জন করার আহবান জানান।
আলোচনা শেষে সমগ্র মানবজাতির হেদায়েতের জন্য মাগফেরাত কামনায় মহান আল্লাহ কাছে দোয়া ও মুনাজাত পরিচালনা করেন বাংলাদেশ খেলাফত মজলিস সিরাজগঞ্জ জেলা শাখার সভাপতি মুফতি আঃ রউফ।