
সোহান সেখ :
পবিত্র মাহে রমাদান উপলক্ষে মেধাবী ছাত্রদের মাঝে কুরআন উপহার ও অর্থ সহায়তা প্রদান এবং কলেজ হোস্টেলের ছাত্রদের সম্মানে এক ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
আজ বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টায় বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সরকারি কলেজ শাখার সভাপতি জনাব ফয়সাল আহমেদ এবং সঞ্চালনা করেন কলেজ সেক্রেটারি মেহেদী হাসান।
প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির সিরাজগঞ্জ শহর শাখার সভাপতি শামীম রেজা।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ সরকারি কলেজের সম্মানিত অধ্যক্ষ জনাব আমিনুল ইসলাম।অনুষ্ঠানের শেষে দেশ ও জাতির কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত করা হয়।