শেরপুর প্রতিনিধিঃ
বগুড়ার শেরপুরে ট্রাকের চাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ বুধবার সন্ধ্যা ছয়টার দিকে ঢাকা-বগুড়া মহাসড়কে শেরপুরের শাহবন্দেগী ইউনিয়নের ধড়মোকাম এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন শেরপুর উপজেলার খানপুর ইউনিয়নের কয়েরখালী গ্রামের বাদশার ছেলে নাঈম (২১), সিদ্দিকের ছেলে সেলিম (২২) এবং লিটনের ছেলে রিফাত রহমান (২১)। তাঁরা তিনজন বন্ধু।
স্থানীয় লোকজন জানান, আজ বুধবার বিকেলে কয়েরখালী বাজার থেকে নাঈম, সেলিম ও রিফাত রহমান মোটরসাইকেল নিয়ে শেরপুর যান। ইফতারের আগে দ্রুতগতিতে বাড়ির দিকে ফেরার পথে ধড়মোকাম এলাকার ধড়মোকাম ফাল্গুনী হোটেলের সামনে একটি প্রাইভেট কারকে পাশ কাটাতে গিয়ে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কে উল্টে যায়। এতে মোটরসাইকেলের আরোহীরা ছিটকে সড়কে পড়ে যান। এই সময় পেছন থেকে আসা একটি অজ্ঞাতনামা ট্রাক তাঁদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নাঈম মারা যান।
নাঈমের বন্ধু মো. জিতু বলেন, ‘দুর্ঘটনার খবর পেয়ে আমি ঘটনাস্থলে ছুটে যাই। গিয়ে দেখি আমার বন্ধুরাই রাস্তায় পড়ে আছে। তাদের মধ্যে একজন নিথর, অন্য দুজন আহত। দ্রুত তাদের উদ্ধার করে শেরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক নাঈমকে মৃত ঘোষণা করেন। পরে বাকি দুজনকে শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে সেলিমের মৃত্যু হয়। রাত ১০টার পর রিফাত মারা যায়।’
এ বিষয়ে জানতে চাইলে শেরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক আজিজুল ইসলাম বলেন, নিহত তিন যুবকের লাশ বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে লাশ তিনটি পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ ছাড়া যে ট্রাকটি ওই তিনজনকে চাপা দিয়েছে, সেটি শনাক্ত করার চেষ্টা চলছে।