মোঃ হোসেন আলী (ছোট্ট)
সিরাজগঞ্জে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িম পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানের গাইড লাইন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৩ মার্চ) সকাল ১০ টায় সিরাজগঞ্জ পৌরসভা হলরুমে ডেভেলপমেন্ট ফর ডিজএ্যাডভান্টেজড পিপল (ডিডিপি) ও সেন্টার ফর ল এন্ড পলিসি এ্যাফেয়ার্স যৌথ
আয়োজন সিরাজগঞ্জ পৌরসভার আয়োজনে অসংক্রামক রোগ প্রতিরোধে শরীরচর্চা ও কায়িম পরিশ্রম নিশ্চিতে খেলার মাঠ, পার্ক ও উন্মুক্ত স্থানের গাইড লাইন বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় সভাপতিত্ব করেন সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জেল হোসেন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সার্বিক বিষয়ের উপরে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন
জেলা প্রশাসকের কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক মোহাম্মদ কামরুল ইসলাম। সভায় বক্তারা বলেন, সিরাজগঞ্জ পৌর এলাকাগুলোতে পুকুর সংরক্ষণ, হাটা চলার জন্য নিরাপদ সড়ক, পর্যাপ্ত ব্যায়ামের জায়গা তৈরি
করা দরকার। ইনশাআল্লাহ আগামীতে আমাদের এ আশা পূরন হবে।
এসময়ে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, সিরাজগঞ্জ পৌরসভার স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এ.কে.এম ফরহাদ হোসাইন, প্রশাসনিক কর্মকর্তা মোঃ মাসুদ রানা, নগর পরিকল্পনাবীদ আনিসুর রহমান, হিসাব রক্ষণ কর্মকর্তা ওয়ারেছ কবীর, সমাজ উন্নয়ন কর্মকর্তা এস এম শাহ আলম, বিদৎ্য উপ- সহকারী কর্মকর্তা
আশরাফুল ইসলাম খান, ডিডিপি'র নির্বাহী পরিচালক কাজী সোহেল রানা। সিনিয়র স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা মো. ইমান আলী, প্রমুখ।