মোঃ হোসেন আলী ( ছোট্ট)ঃ
সিরাজগঞ্জে জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনার স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার ( ১৩ মার্চ) সকাল ১১ টার দিকে জেলা নির্বাচন অফিস কার্যালয়ের মূল ফটকের সামনে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশ নির্বাচন কমিশন অফিসার্স এসোসিয়েশন সিরাজগঞ্জ এর উদ্যোগে জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবদ্ধ নতুন কমিশনে স্থানান্তর এর কূট পরিকল্পনার বিরুদ্ধে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি অনুষ্ঠিত হয়। মানববন্ধন কর্মসূচি সভাপতিত্ব করেন জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আমিনুর রহমান মিঞা।
জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ আমিনুর রহমান মিঞা বলেন দীর্ঘদিন ধরে নির্বাচন কমিশন দক্ষতার সঙ্গে এনআইডি কার্যক্রম পরিচালনা করে আসছে। সুষ্ঠু ও স্বচ্ছ সেবা নিশ্চিত করতে এটি ইসির অধীনেই থাকা উচিত। এসময় তারা জাতীয় পরিচয় পত্র পরিষেবা স্বাধীন নির্বাচন কমিশন হতে সংবিধিবন্ধ নতুন কমিশনে স্থানান্তরের প্রতিবাদ জানান। পরিশেষে নির্বাচন কমিশনের অধীনেই জাতীয় পরিচয় পত্র পরিষেবা রাখার আহব্বান জানানোর মাধ্যমে কেন্দ্রীয় কর্মসূচি অংশহিসেবে এ মানববন্ধন।
এসময়ে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাচন অফিসার মোঃ নাফিস রায়হান, সহকারী উপজেলা নির্বাচন অফিসার আনোয়ার হোসেন, সহকারী প্রেগ্রামার মোঃ ইমরুল হাসান, অফিস সহকারী মোঃ মিজানুর রহমান, ডাটা এনটিঅপারেটর মোঃ হোসেন আলী, মোঃ শাকিল রানা, মোঃ শফিকুল ইসলাম, মোঃ মনিরুল ইসলাম, অফিস সহায়ক মোঃ আতিকুল ইসলাম, প্রমুখ।
উল্লেখ্য ঃ ২০০৭- ২০০৮ সালে বাংলাদেশ নির্বাচন কমিশনে তত্ত্বাবধানে এবং বাংলাদেশ সশস্ত্র বাহিনীর সার্বিক সহযোগিতায় একটি নির্ভুল ও গ্রহণযোগ্য ও ছবি যুক্ত ভোটার তালিকা প্রণয়নের উদ্যোগ গ্রহণ করা হয়। নির্বাচন কমিশনের কর্মকর্তা-কর্মচারীদের অক্লান্ত পরিশ্রমে গড়ে ওঠে ৮ কোটি ১০ লক্ষ নাগরিকের ডেমোগ্রাফিক ও বায়োমেট্রিক তথ্য একটি সুবিশাল ভোটার ডেটাবেইজ যা পৃথিবীর ইতিহাসে এক অনন্য নজির। সর্বশেষ প্রকাশিত চূড়ান্ত ভোটার তালিকা অনুসারে এই ডাটাবেস্ট প্রায় ১২,৫০ কোটি নাগরিকের তথ্য রয়েছে ইউডিপির সমীক্ষা অনুসারে ভোটারদের এই সংগৃহীত ডাটা ৯৯.৭ % সঠিক মর্মে আন্তর্জাতিক স্বীকৃতি লাভ করেছে।