
মেহেরপুর প্রতিনিধি : প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার বলেছেন, আধুনিক সমাজ ও রাষ্ট্র ব্যবস্থার অন্যতম বৈশিষ্ট্য হলো স্বচ্ছতা ও জবাবদিহিতা। আর এই জবাবদিহিতা নিশ্চিতে গণমাধ্যমের ভূমিকা বেশ গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, ‘যত ভালো সাংবাদিকতা থাকবে ততবেশি স্বচ্ছতা থাকবে। সাংবাদিকতার মাধ্যমে বৃহত্তর জনগোষ্ঠীর উপকারে আসা যায়। তবে স্বচ্ছ ও সৎ সাংবাদিকতার কোন বিকল্প নেই।’
আজ শুক্রবার দুপুরে মেহেরপুর সদর উপজেলা হল রুমে সংবাদ প্রতিবেদন ও টেলিভিশন সাংবাদিকতা বিষয়ক ৩ দিনব্যাপী প্রশিক্ষণের সমাপনী ও সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মনির হায়দার এসব কথা বলেন।
মেহেরপুর প্রেসক্লাবের সভাপতি ফজলুল হক মন্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- জেলা প্রশাসক সিফাত মেহনাজ, সাংবাদিক তুহিন অরণ্য, পিআইবির প্রশিক্ষক জিলহাজ উদ্দিন নিপুণ।
পরে সাংবাদিকদের হাতে প্রশিক্ষণের সনদ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি মনির হায়দার।