মোঃ হোসেন আলী ছোট্ট
সিরাজগঞ্জের কাজিপুরে এক ব্যবসায়ীর বাড়িতে আগুন দেওয়ার অভিযোগ উঠেছে মাদক ব্যবসায়ী শিবলী রেজা বাবুর বিরুদ্ধে। পাঁচ লাখ টাকা চাঁদা না দেওয়ায় বাড়ির বাইরে থেকে তালা লাগিয়ে পেট্রোল ঢেলে ঘরে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।
রবিবার (১৬ মার্চ) রাত দেড়টার দিকে কাজিপুর উপজেলার সোনামুখী ইউনিয়নের সোনামুখী গ্রামের বাচ্চু সরকারের ছেলে নয়ন সরকারের বাড়ীতে এ ঘটনা ঘটে।
প্রতিবেশী ও ভুক্তভোগী নয়ন সরকার জানান, দীর্ঘদিন ধরে চাঁদা দাবী করে আসছিল একই গ্রামের রেজাউল করিমের ছেলে শিবলী রেজা বাবু। সর্বশেষ ৫ লাখ টাকা চাঁদা আদায়ে অস্বীকার করলে আজ মধ্যে রাতে । চাঁদা দিতে অস্বীকার করায় বসতবাড়িতে আগুন দেয়। এতে প্রায় ১৫ থেকে ১৭ লাখ টাকার ক্ষতি হয়েছে। ঘটনার সময় বাড়ির গেটের তালা লাগিয়ে পেট্রোল ঢেলে আগুন দিয়ে পালিয়ে যায়।
প্রতিবেশী লাইলী খাতুন বলেন, রাতে শব্দ শুনে ঘরের জানালা খুলে দেখি নয়নদের বাড়িতে আগুন জ্বলছে। তাড়াহুড়া করে ঘর থেকে বের হয়ে দেখি অনেক লোকজন তার মধ্যে শিবলীও রয়েছে। লোকজন আগুন নিভাতে গেলে শিবলী তাদের আগুন নেভাতে নিষেধ করেছে।
আরেক প্রতিবেশী আরিফ সরকার জানান, এ ধরনের কাজ খুবই ন্যক্কারজনক। চাঁদা না দেওয়ায় বাড়িতে আগুন দেবে এটা কোন ধরনের কাজ।
এ বিষয়ে অভিযুক্ত শিবলী রেজা বাবুর সঙ্গে মোবাইলে একাধিকবার যোগাযোগ করেও সাড়া মেলেনি।
কাজিপুর থানার ওসি নুরে আলম জানান, আমি রাত দেড়টার দিকে টহলে ছিলাম। ওখান থেকে গান্ধাইলের দিকে যাই। খবর পেয়ে টহল পুলিশ ঘটনাস্থলে যায় এবং আগুন নিয়ন্ত্রণে আনে। চাঁদা না পেয়ে বাড়িতে আগুন দিয়েছে এমন প্রশ্নের উত্তরে তিনি জানান, ঘটনা তদন্ত না করে কিছু বলা যাচ্ছে না।