
শামিউল হক শামীম, তাড়াশ প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের তাড়াশে ট্রাক্টর উল্টে খাদে পড়ে চালকসহ দুজন নিহত হয়েছেন। সোমবার সন্ধ্যায় উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামীন সড়কে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন উপজেলার বারুহাস ইউনিয়নের কুসুম্বি গ্রামের মো. সালাম হোসেনের ছেলে মো. রাকিব হোসেন (২০)ও একই গ্রামের জিল্লুর রহমানের ছেলে মো বাবু (২০)।
বিষয়টি নিশ্চিত করেছেন ইউপি সদস্য মো রাজিব সরকার রাজু।
স্থানীয়রা জানান, ট্রাক্টরটি চালাচ্ছিলেন রাকিব হোসেন, পাশে বসেছিলেন হেলপার বাবু। ইফতার পূর্ববর্তী সময়ে খুব দ্রুত গতিতে ট্রাক্টরটি যাচ্ছিল। এ সময় ট্রাক্টরটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে খাদে পড়ে যায়।
এ সময় চালকসহ হেলপার ঘটনাস্থলে মারা যান এবং ট্রাক্টরটি রাস্তার পাশে খালের মধ্যে ডুবে যায়।
তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তদন্ত মো. নাজমুল কাদের জানান, বেপরোয়া গতির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি খাদে পড়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাক্টরের চালক রাকিব ও তার সহযোগী বাবু নিহত হন।