
শেখ মোঃ এনামুল হক,সিরাজগঞ্জঃ সিরাজগঞ্জ সদর উপজেলার ছোনগাছা ইউনিয়নের ভাটপিয়ারী গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক আলহাজ্ব মোঃ জহুরুল ইসলাম দুলাল এর ব্যাক্তিগত উদ্যোগে মাহে রমজানের তাৎপর্য শীর্ষক আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২১ মার্চ) ভাটপিয়ারী হাফিজিয়া ক্বওমী মাদ্রাসা মাঠে আলোচনা সভা, দোয়া ও ইফতার মাহফিলে কোরআন ও হাদিস থেকে বক্তব্য রাখেন ও দোয়া পরিচালনা করেন, সিরাজগঞ্জ কেন্দ্রীয় বাস টার্মিনাল জামে মসজিদের খতিব আলহাজ্ব মাওলানা মোঃ আব্দুস সবুর রহমানী।
এ-সময় সিরাজগঞ্জ জেলা বিএনপির সহ-সভাপতি ও সম্মেলন প্রস্তুতি কমিটির সদস্য আলহাজ্ব মোঃ মকবুল হোসেন চৌধুরী, জেলা বিএনপির সহ-দফতর সম্পাদক ও মিডিয়া সেলের যুগ্ম আহবায়ক সাংবাদিক শেখ মোঃ এনামুল হক, ভাটপিয়ারী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মোনায়েম খান,সহকারী প্রধান শিক্ষক আব্দুল বাতেন,সাবেক সহকারী শিক্ষক আকবার আলী,আবু সাঈদ, বিএনপি নেতা ফারুক আহমেদ, আমির হোসেন মেম্বার, শহিদুল ইসলাম শহিদ জ্বলসহ অত্র এলাকার বিএনপি ও তার সকল অংগ ও সহযোগী সংগঠনের নেতা কর্মীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।