
মোঃ হোসেন আলী (ছোট্ট) ” পৃথিবী আমাদের আশ্রয়, আর এটিকে রক্ষা করা আমাদের দায়িত্ব, বিদ্যুৎ সাশ্রয়ের জন্য নয়, এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে সচেতনতার বার্তা, প্রকৃতির প্রতি দায়বদ্ধতার শপথ এই প্রতিপাদযকে সামনে রেখে সিরাজগঞ্জে শনিবার রাত ৯টা থেকে রাত ১০টা পর্যন্ত এক ঘণ্টার জন্য বিশ্বজুড়ে পালন করা হবে ‘আর্থ আওয়ার ডে’।
শনিবার ( ২২ মার্চ) সকাল ৯ টায় পৌর শহরের মাড়োয়ারিপট্রি রোডস্থ জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে সামনে বাংলাদেশ বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট ও সেবা মুক্ত স্কাউট গ্রুপ, অন্বেষণ মুক্ত স্কাউট দলের আয়োজনে আর্থ আওয়ার পালন মানববন্ধন কর্মসূচি গ্রহণ করে এ কর্মসূচীতে সভাপতিত্ব করেন, বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট নবাগত কমিশনার মোঃ সাজেদুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম।
অনুষ্ঠানে প্রধান অতিথি সিরাজগঞ্জ জেলা প্রশাসক মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, আর্থ আওয়ার ডে নিজে পালন করার সঙ্গে পরিবারের অন্যান্য সদস্যদের এবং বন্ধুদের পালন করার জন্য উৎসাহিত করা উচিত। এক ঘণ্টার জন্য বিদ্যুৎ বন্ধ করে রাখার সঙ্গে আরও বিভিন্ন ভাবে এই কর্মসূচির সঙ্গে যুক্ত হওয়া সম্ভব। বাড়িতে গাছ লাগানো এবং গাছের যত্ন নেয়ার মতো কাজ করেও এই কর্মসূচির সঙ্গে যুক্ত হওয়া যেতে পারে।আর্থ আওয়ার ডে পালন এক ঘণ্টার একটি ছোট কাজ হলেও এর একটি বড় প্রভাব পৃথিবীর উপর পড়ে। এটি জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াই করে এবং পৃথিবীকে ভালো গ্রহ তৈরি করতে অনুপ্রাণিত করে। এই কর্মসূচির মাধ্যমে সারা বিশ্বের মানুষকে প্রকৃতির ক্ষতি সম্পর্কে সচেতন করা হয়।
এসময়ে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা স্কাউট কমিশনার মোঃ সাজেদুল ইসলাম, সম্পাদক মোঃ রফিকুল ইসলাম ( এলটি), বাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভার সাবেক সম্পাদক মোঃ সাখাওয়াৎ হোসেন, বাংলাদেশ স্কাউট স, সিরাজগঞ্জ জেলা রোভারের সাবেক সহকারী কমিশনার সমাজ উন্নয়ন মোঃ মহসিন আলী,
জ্ঞানদায়িনী উচ্চ বিদ্যালয়ে (ভারপ্রাপ্ত) প্রধান শিক্ষক মোঃ রওশন আলী, বাংলাদেশ স্কাউটস, সদর উপজেলা নবাগত সম্পাদক মোঃ আব্দুল কাদের ইমন,
সেবা মুক্ত স্কাউট গ্রুপের সহ-সভাপতি সাংবাদিক গোলাম মোস্তফা রুবেল, সেবা মুক্ত স্কাউট গ্রুপ সম্পাদক মো. রফিকুল ইসলাম শামীম, সেবা মুক্ত রোভার গ্রুপের আর. এস. এল অধ্যাপক মো. আসলাম হোসেন, জেলা সাবেক স্কাউট লিডার মো. মোস্তাফিজুর রহমান,সেবা মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার মো. মাছুম বিল্লাহ মাহি, সেবা মুক্ত স্কাউট গ্রুপের ইউনিট লিডার মোঃ হানিফ ও মোঃ পারভেজ সরকার, গার্ল ইন রোভার স্কাউট লিডার মনিরা সুলতানা, কাব স্কাউট লিডার রাবেয়া খাতুন রিতু, , সেবা মুক্ত স্কাউট গ্রুপের সিনিয়র রোভার মেট মো. আশিকুর রহমান, (জীম)রোভার মেট মো. রাশেদুল ইসলাম, রোভার মেট সেবা মুক্ত স্কাউট গ্রুপ শামস ইবনে মহসিন, অন্বেষণ মুক্ত স্কাউট দলের প্রতিষ্ঠাতা সম্পাদক মো. হোসেন আলী ছোট্ট প্রমুখ,
উল্লেখ্য ঃ স্কাউটিং বিশ্বব্যাপী স্বীকৃত একটি শিক্ষামূলক যুব আন্দোলন। স্কাউটিংয়ের মাধ্যমে অর্জিত শিক্ষা কাজে লাগিয়ে স্কাউটরা তাদের ব্যক্তি জীবনে, মানবকল্যাণ ও সমাজ উন্নয়নে ইতিবাচক ভূমিকা পালন করছে। এ পৃথিবীকে বাসযোগ্য করে গড়ে তোলার দায়িত্ব সকলের। এই ধরত্রীকে রক্ষায় বৈশ্বিক উষ্ণতা রোধে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বিশ্বব্যাপি ২২ মার্চ ২০২৫ শনিবার “আর্থ আওয়ার ২০২৫ উদযাপন করা হয়। আর্থ আওয়ার উপলক্ষে বৈশ্বিক কর্মসূচির অংশ হিসেবে ২২ মার্চ ২০২৫ শনিবার রাত ৮:৩০ মিনিট থেকে রাত ৯:৩০ মিনিট পর্যন্ত ১ (এক) ঘন্টা সময়ের জন্য বিদ্যুৎ বন্ধ/ব্যবহার সীমিত রাখা।বিশ্বজুড়ে ১৯০টি দেশ এই আর্থ আওয়ার পালন করে।