
ওয়াসিম সেখ, সিরাজগঞ্জঃ
সিরাজগঞ্জ জেলার বহুল আলোচিত ক্লুলেস চাচা-ভাতিজা হত্যা মামলার ২৪ ঘন্টার মধ্যে অন্যতম প্রধান আসামিসহ ৩ জনকে গ্রেফাতার করা হয়েছে।
শনিবার (২২ মার্চ) বেলা ১২ টার দিকে র্যাব-১২, সদর কোম্পানীর অতিরিক্ত পুলিশ সুপার দীপংকর ঘোষ এ তথ্য নিশ্চিত করেন।
গ্রেফতারকৃত আসামি হলেন, সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ থানাধীন বৈকন্ঠপুর গ্রামের মোঃ সুরুজ্জামান শেখের ছেলে
মোঃ রবিউল ইসলাম (২৫), একই গ্রামের
মোঃ আব্দুল মালেক সরকারের ছেলে মোঃ আবু হানিফ (২৪), আঃ রাজ্জাক শেখেে ছেলে মোঃ ফেরদৌস শেখ (১৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ২০ মার্চ বিকাল আনুমানিক ৪ টার দিকে রায়গঞ্জ থানার বেইলী ব্রীজ সংলগ্ন কাঁদা পানিতে কচুরি পানার মধ্যে মোঃ রিয়াজ উদ্দিন সেখ (২১) ও মোঃ হৃদয় সেখ (১৮) এর উপুর অবস্তায় দুইটি মরদেহ ভেষে ওঠে। পরে পুলিশ লাশ উদ্ধা করে ময়না তদন্তের জন্য সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন। এতে সিরাজগঞ্জসহ সারাদেশে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।